শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ইমদাদুল হক, সাভার প্রতিনধি : বকেয়া বেতন-ভাতার দাবিতে বৃহস্পতিবার দুপুরে সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাকিফ এ্যাপারেলস ওয়াশিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এঘটনার পর সাভার মডেল থানা ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌছে অপ্রতিকর পরিস্থিতি তৈরি আগেই শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।

শ্রমিকরা জানায়, চলতি মাসের মাঝামাঝি চলে আসলেও তারা এখনো জানুয়ারি মাসের বেতন পাননি। বৃহস্পতিবার কারখানার কতৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও তা দিতে অপারগতা প্রকাশ করে নোটিশ টানিয়ে রাখা হয় কারখানার সামনে। পরে নোটিশ দেখে কারাখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। এসময় শ্রমিকরা ক্ষুদ্ধ শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে এসে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে ।

শিল্প পুলিশ-১ এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান জানান, বকেয়া এক মাসের বেতনের দাবিতে শ্রমিকরা বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছেড়ে দেয়। এসময় সড়কটিতে কিছু সময় যানচলাচলে ব্যহত হয় বলে তিনি নিশ্চিত করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়