শিরোনাম
◈ ভোট চুরি চলতে থাকলে ভারতেও নেপাল–বাংলাদেশের মতো গণবিক্ষোভ ঘটতে পারে: অখিলেশ যাদব ◈ আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে তথ্য উপদেষ্টা ◈ যশোর সীমান্তে স্বর্ণপাচার বেড়েছে, আট মাসে উদ্ধার ২৬ কোটি টাকার স্বর্ণবার ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগ নেতাকর্মীদের (ভিডিও) ◈ বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠানের যত চ্যালেঞ্জ ◈ দুর্বল ওমান‌কে হা‌রি‌য়ে ভারতকে উড়িয়ে দেবার হুম‌কি পা‌কিস্তা‌নের ◈ নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতার করতে চান মেয়র প্রার্থী মামদানি! ◈ ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ◈ 'এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে'

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে পৃথক ২টি অভিযানে ৪০ বস্তা চাপাতা ও  ৩ হাজার পিছ কোলগেট জব্দ করে বিজিবি

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে এগারোটার দিকে  চিমটিবিল বাগানের এক অভিযান চালিয়ে একটি বাগানের ভেতর থেকে উদ্ধার করেন ৪০ বস্তা ভারতীয় নিষিদ্ধ  নিন্মমানের চা-পাতা। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।
উল্লেখ কিছুদিন পূর্বে হবিগঞ্জ জেলা সিআইডি পুলিশ চুনারুঘাট সীমান্ত সংলগ্ন চা বাগানে অভিযান চালিয়ে দুই পিকআপ ভর্তি চা-পাতাসহ চালককে আটক করে। যার বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। তবে এ সময় ৩ চোরাকারবারি পালিয়ে যায়।
অপর দিকে,  রাত সাড়ে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরেকটি অভিযানে  চিমটিবিল সীমান্তে ৩ হাজার পিস কলগেট জব্দ করে । চিমটিবিল সীমান্তের ১৯৭৪/৪ এস পিলারের এলাকায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল জোয়ান টহলে বের হয়। এ সময় সীমান্তের ১৯৭৪/৪ এস পিলার সংলগ্ন রাবার বাগানের ভিতরে কয়েক জন চোরাকারবারিকে কার্টুন নিয়ে পাচার করে  দেখতে পেয়ে তারা ধাওয়া করেন।
এতে চোরাকারবারিরা পালিয়ে যায় এবং ৩ হাজার পিস ভারতীয় কলগেট টুথপেস্ট জব্দ করেন। জব্দকৃত কলগেটের মূল্য প্রায় ৭ লাখ টাকা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়