শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত,২  

যশোর প্রতিনিধি:  বুধবার সকাল ৮ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের হাড়িখালি ও মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে যশোর মাগুরা সড়কের সীমাখালীতে দুর্ঘটনা দুটি ঘটে।

যশোরের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সকালে গ্রীনবাংলা পরিবহনের একটি বাসে করে নাটোর রাজবাড়ী পিকনিকে যাচ্ছিলেন।

বাসটি যশোর-সাতক্ষীরা সড়কের হাড়িখালিতে পৌছুলে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাসের সাথে পিকনিকের বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে লোকাল বাসের চালক মারা যান।

আহত হন ২ শিক্ষকসহ ১৮ শিক্ষার্থী। আহতদের বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অপরদিকে মঙ্গলবার রাত ১১ টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার সীমাখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান যশোরের একটি ক্লিনিকের কর্মকর্তা  মোশারেফ হোসেন।

পুলিশ জানায়, মোশারেফ হোসেন তার স্ত্রীকে নিয়ে মাগুরা থেকে মোটর সাইকেলে করে যশোরে ফিরছিলেন।

রাত ১১ টার দিকে যশোর-মাগুরা সড়কের সীমাখালীতে পৌছুলে একটি ট্রাকের সাথে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর জখম হন। তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোশারেফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

মোশারেফ হোসেন মাগুরার সদর উপজেলার ইসাদহ গ্রামের বাসিন্দা। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়