শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মঙ্গল বিএন‌পি চায় না, বললেন তথ্যমন্ত্রী

তাসমিয়া নুহিয়া আহমেদ : বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে তার অসুস্থতাকে পুঁজি করে বিএনপির রাজনীতি করতে চায়। তাদের কথা-বার্তাতে আমার তাই মনে হয়।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। এটা কেউ না দেখার ভান করে চলে, যারা না দেখার ভান করে চলে তাদের রাজনীতি বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে। গত কয়েক মাসে তাদের বক্তব্য শুনলে মনে হবে, তাদের রাজনীতি শুধু বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। সারাদেশে যে এতো মানুষ অসুস্থ সেটা নিয়ে কোনো কথা নেই। তারা পড়ে আছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে।

তিনি বলেন, সরকার যে শতভাগ ভালো কাজ করছে, এটা বলব না, কিছু ভুল হতেই পারে। আর সেই গুলো সমালোচনা করবে বিরোধী দল। সমালোচনার মাধ্যমে দেশকে আরো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাহায্য করবে। তা না করে তাদের রাজনীতি শুধু বেগম জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে। আমি আল্লাহর কাছে দোয়া করব তাদের রাজনীতি তা যেন বেগম জিয়ার অসুস্থতা থেকে মুক্তি পায়।

তিনি আরো বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি প্যারোলের কথা বলেননি। আবার তার পরিবার থেকে প্যারোলের কথা বলা হচ্ছে, পত্র-পত্রিকায় তাই দেখলাম। যদিও এখনো কোনো আবেদন পড়েনি।

মুজিববর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী মুজিববর্ষে অঙ্গীকার হবে বাংলাদেশ থেকে সকল অপশক্তিকে দুর করা, অপরাজনীতিকে দূর করা। কারণ গত ১১/১২ বছরে বিএনপির রাজনীতি ছিলো জ্বালাও-পোড়াও। সেটা যদি না করতো, তাহলে বাংলাদেশে আরো অনেক উন্নত হতো।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা জার্নালিস্ট অ্যাসসিয়েশনের সভাপতি জহিরুল আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়