শিরোনাম
◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত? ◈ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর! ◈ নোট অব ডিসেন্ট না রেখে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন আহমদ ◈ কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, জরুরি অবতরণেও নিষেধাজ্ঞা জারি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ১০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত  ◈ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ ◈ বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি, গণভোট ও নির্বাচন হতে হবে একই দিনে: আমীর খসরু

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের উপর নাগরিকদের আস্থা এবং নির্ভরতা সন্দেহাতীত রাখার স্বার্থেই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার

সওগাত আলী সাগর : ব্যাংক ব্যবস্থা থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে এই তথ্য জানিয়েছেন বলে বণিকবার্তার খবরে বলা হয়েছে। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা যখন আদালতকে কোনো তথ্য দেন, তখন তিনি তথ্য-প্রমাণের ভিত্তিতেই তা করেন এটাই স্বাভাবিক। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ তোলার আগে অ্যাটর্নি জেনারেল নিশ্চিত অবশ্যই হয়েছেন।

রাষ্ট্রের হাতে যখন এমন অকাট্য প্রমান আছে তখন সেই ডেপুটি গভর্নরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা কিন্তু আমরা জানি না। সরকার আসলেই কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা তাও আমাদের অজানা। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের উপর নাগরিকদের আস্থা এবং নির্ভরতা সন্দেহাতীত রাখার স্বার্থেই এই ডেপুটি গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা কথা, প্রশান্ত হালদার দেশত্যাগ করেছেন বিমানবন্দর দিয়ে, অথব অন্য কোনো সীমান্ত দিয়ে। বিমানবন্দর কিংবা সীমান্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কীভাবে প্রভাব বিস্তার করলেন তাও পরিষ্কার হওয়া দরকার। ইমিগ্রেশন, সীমান্তরক্ষী, পুলিশের সেখানে কী ভূমিকা ছিলো তাও দেখা দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়