শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের উপর নাগরিকদের আস্থা এবং নির্ভরতা সন্দেহাতীত রাখার স্বার্থেই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার

সওগাত আলী সাগর : ব্যাংক ব্যবস্থা থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে এই তথ্য জানিয়েছেন বলে বণিকবার্তার খবরে বলা হয়েছে। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা যখন আদালতকে কোনো তথ্য দেন, তখন তিনি তথ্য-প্রমাণের ভিত্তিতেই তা করেন এটাই স্বাভাবিক। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ তোলার আগে অ্যাটর্নি জেনারেল নিশ্চিত অবশ্যই হয়েছেন।

রাষ্ট্রের হাতে যখন এমন অকাট্য প্রমান আছে তখন সেই ডেপুটি গভর্নরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা কিন্তু আমরা জানি না। সরকার আসলেই কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা তাও আমাদের অজানা। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের উপর নাগরিকদের আস্থা এবং নির্ভরতা সন্দেহাতীত রাখার স্বার্থেই এই ডেপুটি গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা কথা, প্রশান্ত হালদার দেশত্যাগ করেছেন বিমানবন্দর দিয়ে, অথব অন্য কোনো সীমান্ত দিয়ে। বিমানবন্দর কিংবা সীমান্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কীভাবে প্রভাব বিস্তার করলেন তাও পরিষ্কার হওয়া দরকার। ইমিগ্রেশন, সীমান্তরক্ষী, পুলিশের সেখানে কী ভূমিকা ছিলো তাও দেখা দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়