শিরোনাম
◈ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী ◈ এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর (ভিডিও) ◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ জন হাসপাতালে

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের বাহুবলে পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলা ট্রিবিউন

অসুস্থরা হলেন, উপজেলার বড়কান্দি গ্রামের শারফান উল্লাহ (৬৫), সিতাঁরা খাতুন (৫০), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০) ও তামিম (৮)।

অসুস্থ্য আব্দুল জলিল জানান, দুপুরে উপজেলার মিরপুর বাজার থেকে কিছু পটকা মাছ কিনেন তিনি। রাতে সবাই মিলে একসঙ্গে খাবার খান। এরপরই সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, পটকা মাছ খেয়ে রাতে সদর হাসপাতালে ১০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে সিলেটে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিষাক্রান্ত হয়ে তারা অসুস্ত হয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়