শিরোনাম
◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ জন হাসপাতালে

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের বাহুবলে পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলা ট্রিবিউন

অসুস্থরা হলেন, উপজেলার বড়কান্দি গ্রামের শারফান উল্লাহ (৬৫), সিতাঁরা খাতুন (৫০), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০) ও তামিম (৮)।

অসুস্থ্য আব্দুল জলিল জানান, দুপুরে উপজেলার মিরপুর বাজার থেকে কিছু পটকা মাছ কিনেন তিনি। রাতে সবাই মিলে একসঙ্গে খাবার খান। এরপরই সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, পটকা মাছ খেয়ে রাতে সদর হাসপাতালে ১০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে সিলেটে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিষাক্রান্ত হয়ে তারা অসুস্ত হয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়