শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ জন হাসপাতালে

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের বাহুবলে পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলা ট্রিবিউন

অসুস্থরা হলেন, উপজেলার বড়কান্দি গ্রামের শারফান উল্লাহ (৬৫), সিতাঁরা খাতুন (৫০), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০) ও তামিম (৮)।

অসুস্থ্য আব্দুল জলিল জানান, দুপুরে উপজেলার মিরপুর বাজার থেকে কিছু পটকা মাছ কিনেন তিনি। রাতে সবাই মিলে একসঙ্গে খাবার খান। এরপরই সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, পটকা মাছ খেয়ে রাতে সদর হাসপাতালে ১০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে সিলেটে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিষাক্রান্ত হয়ে তারা অসুস্ত হয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়