সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি: রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাশটি উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সিরাজগঞ্জের যমুনা নদীর শহর রক্ষাবাঁধ এলাকায় কার্টুন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটিকে জন্মের পর হত্যা করে নদীর তীরে ফেলে গেছে কে বা কারা। দুই এক দিন বয়সের ওই শিশু সস্তানের শরীরে একাধিক জখমের দাগও রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, রোববার বিকালে ওই এলাকায় শিশুরা খেলাধুলার সময় বস্তাভর্তি একটি কর্টুন দেখতে পায়। পরে তারা কার্টুনটি খুলে নবজাতক শিশুর লাশ দেখতে পায়। এঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী