দেবদুলাল মুন্না: এ কথা জি নিউজকে দেওয়া এক ইন্টারভিউতে বুকার বিজয়ী লেখক ও বুদ্ধিজীবি অরুন্ধতী রায় বলেন। তিনি বলেন, সৌদি নারীদের নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের মতো আচরণ করলেই নারীমুক্তি মেলে না।
বিবিসি, সিএনএন ও আউটলুকের খবর অনুযায়ী এবার প্রথম সৌদি নারীরা ভালাবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি পালন করেছেন। এর আগে গাড়ি চালানোর অধিকার পেয়েছেন। এএফপির খবর অনুযায়ী, সৌদি নারীরা এখন ধুমপানও করছেন প্রকাশ্যে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি অভিজাত পরিবারের মেয়ে রিমা এএপপিকে বলেন, ‘ ‘প্রকাশ্যে সিগারেট খাওয়া আমার সদ্য পাওয়া স্বাধীনতার অংশ বলে আমি অনুভব করছি। আমি পছন্দের কাজটা করতে পারছি বলে আমি এখন সুখী।’
সম্প্রতি সৌদি আরবের উচ্চাভিলাষী ‘ডি ফ্যাক্টো’ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশের মধ্যপন্থী ও ব্যবসাবান্ধব চিত্র তুলে ধরতে বেশকিছু অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের সূচনা করেছেন।