শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৩ বিশ্বকাপের জন্য আকবরদের তৈরি করবে বিসিবি, জানালেন সুজন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটে দেখা যায় বেশিরভাগই উত্তরবঙ্গের। সদ্য বিশ্বকাপ জেতা ক্রিকেটাররাও বেশিভাগ ওই অঞ্চলের। এটাকে ইতিবাচক দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। এই ক্রিকেটারদের সঠিক পরিচর্যার মাধ্যমে ২০২৩ বিশ্বকাপের জন্য তৈরি করার কথাও জানান তিনি। সেই সাথে পরবর্তী অনূর্ধ্ব-১৯ দল চার মাসের মধ্যে প্রস্তুত করা হবে বলেও জানান সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ জয়ী নাম আর মুখগুলো এখন বাংলাদেশের ক্রিকেট পিয়াসীদের নয়নমণি। তাই অনেকই প্রিয় অধিনায়কে আকবর দ্যা গ্রেট বলে সম্বোধন করছেন। আগ্রাসী পেসার শরিফুল, খেপাটে ওপেনার তামিম কিংবা সবার হৃদয় জয় করা তৌহিদ হৃদয় এই বীরদের সবাই উত্তরবঙ্গ থেকে উঠে এসেছে।

সুজন বলেন, এটা ক্রিকেটের জন্য বড় সাইন। আমাদের গেম ডেভেলপমেন্টের আন্ডারে অনেক খেলা হয়, এটাই তার ফল। অনূর্ধ্ব-১৪, ১৫, ১৬ তিনটা লেভেলে খেলা হয়। সেই সাথে ৬৪ জেলায়ও সারা বছর খেলা হয়।

আকবর-সাকিবদের পর পরবর্তী যুবাদের দল এক রকম দাঁড় করিয়ে রেখেছে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটি। তিনি আরো বলেন, অনূর্ধ্ব-১৯ দলের জন্য ইতিমধ্যে আমরা ৩০-৩৫ জনকে বাচাই করে রেখে দিয়েছি। সেখান থেকে ভারতের অনুষ্ঠেয়ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জন্য তৈরি করা হবে।

যে আকবর-তামিমরা আগামীর পথ দেখিয়েছে তাদের ব্যাপারে বেশ সিরিয়াস সুজন। আগামী দুই বছর তাদের গভীর পরিচর্যার মাধ্যমে ২০২৩-ভারত বিশ্বকাপের জন্য তৈরি করার পরিকল্পনা।

তিনি আরো বলেন, সাকিবের মতো আমাদের আরেকটা অলরাউন্ডার তৈরি করতে হবে। এছাড়াও বিশ্বে সেরা দশ ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের একজনকে থাকতে হবে। আর বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়দের মধ্যে সে সামর্থ্য রয়েছে।

এই যুবাদের খেলার মাঝে রাখতে ক’মাসের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজের আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেটে বোর্ড।

এএনএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়