শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় মৃতদেহ উদ্ধারে সংশয়

এম. আমান উল্লাহ, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের অদুরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনার চার দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি প্রায় অর্ধশতাধিক মানুষ। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। সকাল থেকেই সাগরের বিভিন্ন পয়েন্টে এ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

উদ্ধারকারিদল জানিয়েছেন, জীবিত কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। তবে কোন মৃতদেহ পাওয়ার আশায় তারা উদ্ধার অভিযান চালিয়ে যাবেন। কিন্তু সংশয় রয়েছে মৃতদেহ গুলোও পাওয়া যাবে কিনা।

এদিকে ট্রলার ডুবিতে নিহত ১৫ জনের ময়নাতদন্ত শেষে ৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অপর ৬ জনের পরিচয় নিশ্চিত না হওয়ায় এখনো হাসপাতাল মর্গে পড়ে রয়েছে মৃতদেহ।

আর যাদের জীবিত উদ্ধার করেছে তাদের আদালতের নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের (সিআইসি) মাধ্যমে স্ব-স্ব ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।

উল্লেখ্য, গত (১০ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া থেকে সাগর উপক‚ল হয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গা বোঝাই ট্রলার সেন্টমার্টিন থেকে ৩-৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়।

পরে মাছ ধরার জেলেদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে। এসময় দালালসহ জীবিত উদ্ধার করে ৭৩ জনকে। পরে উদ্ধারকারি সংস্থা বাংলাদেশ কোষ্টগার্ড টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়