শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় মৃতদেহ উদ্ধারে সংশয়

এম. আমান উল্লাহ, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের অদুরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনার চার দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি প্রায় অর্ধশতাধিক মানুষ। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। সকাল থেকেই সাগরের বিভিন্ন পয়েন্টে এ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

উদ্ধারকারিদল জানিয়েছেন, জীবিত কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। তবে কোন মৃতদেহ পাওয়ার আশায় তারা উদ্ধার অভিযান চালিয়ে যাবেন। কিন্তু সংশয় রয়েছে মৃতদেহ গুলোও পাওয়া যাবে কিনা।

এদিকে ট্রলার ডুবিতে নিহত ১৫ জনের ময়নাতদন্ত শেষে ৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অপর ৬ জনের পরিচয় নিশ্চিত না হওয়ায় এখনো হাসপাতাল মর্গে পড়ে রয়েছে মৃতদেহ।

আর যাদের জীবিত উদ্ধার করেছে তাদের আদালতের নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের (সিআইসি) মাধ্যমে স্ব-স্ব ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।

উল্লেখ্য, গত (১০ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া থেকে সাগর উপক‚ল হয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গা বোঝাই ট্রলার সেন্টমার্টিন থেকে ৩-৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়।

পরে মাছ ধরার জেলেদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে। এসময় দালালসহ জীবিত উদ্ধার করে ৭৩ জনকে। পরে উদ্ধারকারি সংস্থা বাংলাদেশ কোষ্টগার্ড টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়