শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে আওয়ামী লীগ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল ইতিহাস সৃষ্টি করে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে।

শুক্রবার ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেছেন। এতে একটি মাত্র সদস্যপদ ছাড়া বাকি ১০ পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জল কুমার রায় বলেন, এ বছর ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঘোষিত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান নান্টু পেয়েছেন ৩০৫ ভোট। সহ-সভাপতি পদে আওয়ামী লীগের অসিত রঞ্জন দাস ৩৯৬ এবং মো. সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ প্যানেলের অন্যান্য নির্বাচিতরা হলেন-যুগ্ম সম্পাদক পদে মোঃ আব্দুল খালেক মনা ও মোঃ আহাদ আলী খান। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ খান। সদস্য পদে মোঃ গোলাম ফারুক ডাবিøউ, মোঃ ইসতিয়াক কবির রকি ও মোঃ রফিকুল ইসলাম ঝন্টু। বিএনপি প্যানেলে সদস্য পদে একমাত্র মোঃ মঈনুল আবেদীন তুহিন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়