শিরোনাম
◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু ◈ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে লটারি, যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে আওয়ামী লীগ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল ইতিহাস সৃষ্টি করে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে।

শুক্রবার ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেছেন। এতে একটি মাত্র সদস্যপদ ছাড়া বাকি ১০ পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জল কুমার রায় বলেন, এ বছর ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঘোষিত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান নান্টু পেয়েছেন ৩০৫ ভোট। সহ-সভাপতি পদে আওয়ামী লীগের অসিত রঞ্জন দাস ৩৯৬ এবং মো. সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ প্যানেলের অন্যান্য নির্বাচিতরা হলেন-যুগ্ম সম্পাদক পদে মোঃ আব্দুল খালেক মনা ও মোঃ আহাদ আলী খান। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ খান। সদস্য পদে মোঃ গোলাম ফারুক ডাবিøউ, মোঃ ইসতিয়াক কবির রকি ও মোঃ রফিকুল ইসলাম ঝন্টু। বিএনপি প্যানেলে সদস্য পদে একমাত্র মোঃ মঈনুল আবেদীন তুহিন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়