শাকিল আহমেদ : দেশের জন্য যা কিছু ক্ষতি তা খুঁজে বার করেন সাংবাদিক। এখন সেই সাংবাদিক যদি আক্রান্ত হন, তার মানে দেশের পক্ষের কর্মী আক্রান্ত হয়েছেন। ফলে সাংবাদিক নির্যাতনের ঘটনা সবসময়ই সর্বোচ্চ রাষ্ট্রীয় গুরুত্বের দাবি রাখে এবং এজন্য সরকারের তরফ থেকেই আগে বিবৃতি, বক্তব্য, নির্দেশনা দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা।
আর তা যদি দিনের পর দিন না হয়, একটা কাজ কি আমরা শুরু করতে পারি, বিচারটা ঘটনাটা আমরা জনতার কাছেই তুলে ধরি? দেশের কোথাও সাংবাদিক নির্যাতন অন্যায়ের শিকার হলে সকল গণমাধ্যমের প্রথম পাতায় প্রথম পর্বে গুরুত্বপূর্ণ জায়গায় খবরগুলো অন্তত একযোগে প্রচার করতে পারি? সারা দেশে লাখো সাংবাদিক আর তাদের ফলোয়ার আছে; সকলে মিলে যার যার কলমটা তুলুক না। ফেসবুক থেকে