সামিউল শাওন: মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। গত সোমবার তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা ইদলিব প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর অভিযানে পাঁচ তুর্কি সেনা নিহত হয়। এই হামলার জবাবে সিরিয়ার শতাধিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তুরস্ক। মিডল ইস্ট মনিটর, রয়টার্স
দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইদলিবে পরস্পরের অবস্থান লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করছে সিরিয়া ও তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা।
এখন পর্যন্ত তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা সিরিয়ার ২ টি ট্যাংক ও গোলাবারুদের ভাণ্ডারও ধ্বংস করেছে। আর তুরস্ক দাবি করেছে, এরইমধ্যে সংঘর্ষে রুশ সমর্থিত সিরীয় সেনাদের ৫১ সদস্যের প্রাণহানি হয়েছে।
গত বছরের ডিসেম্বরে শুরু করা অভিযানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী উত্তর-পূর্বাঞ্চলে অনেক শহর ও গ্রাম পুনর্দখল করেছে। এ সময়ে ৫ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।