হাবিবুর রহমান , নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
সোমবার রাতে গর্জনিয়া ইউনিয়ন থেকে চকরিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে। সাইফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের বাড়ি চকরিয়ার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ায়। তার বাবার নাম মাওলানা উমর। সাইফুলের প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে আটক করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ