শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে মাত্র ১২ ওভারে ৩৫ রানে গুঁটিয়ে বিশ্ব রেকর্ড নেপালের

স্পোর্টস ডেস্ক : ৫০ ওভারের ম্যাচে খেলতে পেরেছে মাত্র ১২ ওভার। এর মধ্যে গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ১১ জন মিলে রান সংগ্রহ করেছে ৩৫। এই রানকে টপকাতে মাত্র ৫ ওভার ২ বল লেগেছে প্রতিপক্ষ দলের।

ঘটনাটি ঘটেছে নেপালে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে। যেখানে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিলো যুক্তরাষ্ট্র। এই ম্যাচে আগে ব্যাটিং করে নেপালিদের সামনে দাঁড়াতেই পারেনি যুক্তরাষ্ট্র। সফরকারীদের মাত্র ৩৫ রানে গুটিয়ে দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রকে ৩৫ রানে অলআউট করার মাধ্যমে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে নেপাল। আন্তর্জাতিক ওয়ানডেতে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। এর চেয়ে কম রান বা ওভারে ওয়ানডে ক্রিকেটে প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি কোনো দল।

তবে এ রেকর্ডে আবার নেপালের পাশেই রয়েছে শ্রীলঙ্কা। তারাও জিম্বাবুয়েকে অলআউট করেছিলো ৩৫ রানে। ২০০৪ সালে নিজেদের ঘরের মাঠে লঙ্কানদের কাছে ১৮ ওভারে ৩৫ রানে অলআউট হয়েছিলো জিম্বাবুয়ে।

প্রায় ১৬ বছর পর এ রেকর্ডে উঠলো নেপাল ও যুক্তরাষ্ট্রের নাম। তবে শ্রীলঙ্কার চেয়ে ৬ ওভার কমেই প্রতিপক্ষকে অলআউট করেছে নেপাল।

তাদের এ অবিস্মরণীয় পারফরম্যান্সে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের ধ্বস নামানও তিনি। ৬ ওভার বল করে ১৬ রান দিয়ে তুলে নিলেন ৬ উইকেট। এটি নেপালের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড। এছাড়া সুশান বারি ৫ রানে নিয়েছেন ৪টি উইকেট।

জবাবে মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিলো নেপালও। তবে পরশ খাড়কা ২০ ও দীপেন্দ্র আইরি ১৫ রান করে দলের জয় নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়