শিরোনাম
◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে মাত্র ১২ ওভারে ৩৫ রানে গুঁটিয়ে বিশ্ব রেকর্ড নেপালের

স্পোর্টস ডেস্ক : ৫০ ওভারের ম্যাচে খেলতে পেরেছে মাত্র ১২ ওভার। এর মধ্যে গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ১১ জন মিলে রান সংগ্রহ করেছে ৩৫। এই রানকে টপকাতে মাত্র ৫ ওভার ২ বল লেগেছে প্রতিপক্ষ দলের।

ঘটনাটি ঘটেছে নেপালে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে। যেখানে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিলো যুক্তরাষ্ট্র। এই ম্যাচে আগে ব্যাটিং করে নেপালিদের সামনে দাঁড়াতেই পারেনি যুক্তরাষ্ট্র। সফরকারীদের মাত্র ৩৫ রানে গুটিয়ে দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রকে ৩৫ রানে অলআউট করার মাধ্যমে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে নেপাল। আন্তর্জাতিক ওয়ানডেতে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। এর চেয়ে কম রান বা ওভারে ওয়ানডে ক্রিকেটে প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি কোনো দল।

তবে এ রেকর্ডে আবার নেপালের পাশেই রয়েছে শ্রীলঙ্কা। তারাও জিম্বাবুয়েকে অলআউট করেছিলো ৩৫ রানে। ২০০৪ সালে নিজেদের ঘরের মাঠে লঙ্কানদের কাছে ১৮ ওভারে ৩৫ রানে অলআউট হয়েছিলো জিম্বাবুয়ে।

প্রায় ১৬ বছর পর এ রেকর্ডে উঠলো নেপাল ও যুক্তরাষ্ট্রের নাম। তবে শ্রীলঙ্কার চেয়ে ৬ ওভার কমেই প্রতিপক্ষকে অলআউট করেছে নেপাল।

তাদের এ অবিস্মরণীয় পারফরম্যান্সে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের ধ্বস নামানও তিনি। ৬ ওভার বল করে ১৬ রান দিয়ে তুলে নিলেন ৬ উইকেট। এটি নেপালের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড। এছাড়া সুশান বারি ৫ রানে নিয়েছেন ৪টি উইকেট।

জবাবে মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিলো নেপালও। তবে পরশ খাড়কা ২০ ও দীপেন্দ্র আইরি ১৫ রান করে দলের জয় নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়