এস এম নূর মোহাম্মদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণস্থল সংরক্ষণের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে মহাপরিকল্পনা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে হাইকোর্টকে।
মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে এ সংক্রান্ত রিটের শুনানিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের পরিকল্পনার কথা জানান।
ভাষণ স্থলে একই রকম মঞ্চ তৈরি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ এবং এ দিনটিকে জাতীয় দিবস করার পরিকল্পনার কথাও জানানো হয় আদালতকে। পরে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ ফেব্রয়ারি দিন ধার্য করেন আদালত।