শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জয়ী আকবরসহ ১১ জনের মধ্যে ৮ জনই দিনাজপুরের বিকেএসপির

নিজস্ব প্রতিবেদক : ১১ জনের দাপটে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। অধিনায়ক আকবর আলিসহ এই ১১ জনের মধ্যে ৮ জনই এসেছে দিনাজপুর বিকেএসপি থেকে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়ে। তাই বাংলাদেশের জয়ে আনন্দের মাত্রাটা বেশি দিনাজপুর বাসীর।

কে এই আকবর আলি? খুঁজতে গিয়ে জানা গেলো, আকবর আলি রংপুর শহরের জুম্মাপাড়া মহল্লার মো. মোস্তফা কামাল ও মোছা. সাহিদা বেগম দম্পতির ছেলে। তিনি ২০১৫ সালে দিনাজপুর বিকেএসপি থেকে ক্রিকেটের শিক্ষা নিয়ে বেরিয়েছেন।

বাংলাদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এই আকবর আলি বাহিনী। শুধু আকবরই নন, দলটির আরো সাত সদস্য দিনাজপুর বিকেএসপি থেকে ক্রিকেটের হাতেখড়ি নিয়ে বেরিয়েছেন।

তারা হলেন- কক্সবাজার জেলার হাসান আলী (বের হয়েছেন ২০১৫ সালে), চাঁদপুর জেলার শামীম পাটোয়ারী (বের হয়েছেন ২০১৫ সালে), পিরোজপুর জেলার প্রান্তিক নওরোজ নাবিল (বের হয়েছেন ২০১৭ সালে), সিলেট জেলার তানজিম হাসান সাকিব (বের হয়েছেন ২০১৮ সালে), কুড়িগ্রাম জেলার মো. মাহীন আলম (বের হয়েছেন ২০১৯ সালে), চট্রগ্রাম জেলার পারভেজ হোসেন ইমন (বের হয়েছেন ২০১৬ সালে) ও ঢাকা জেলার আশরাফুল ইসলাম পিয়াস (বের হয়েছেন ২০১৯ সালে)।

বিকেএসপির দিনাজপুরের আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আখিনুর জামান জানান, আমাদের বিকেএসপি থেকে ৮ জন খেলোয়াড় যুব ক্রিকেট বিশ্বকাপে কৃতিত্বের সাথে খেলে বিজয় ছিনিয়ে এনেছে। এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। আমরা এতটাই খুশি যে বলার ভাষা নেই।

যুব বিশ্বকাপ অধিনায়ক আকবর হোসেন প্রসঙ্গে বিকেএসপির প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম জানান, ‘আকবর হোসেন সব সময় খেলা পাগল ছিলো। পড়াশুনাতেও সে অনেক ভালো ছিলো। সবসময় সে কথা বলার চেষ্টা করতো। যে কোন অনুষ্ঠানে মাউথপিস হাতে নিয়ে সব সময় সবার আগের গিয়ে কথা বলার চেষ্টা করতো। যে কোন বিষয় নিয়ে তার শেখার আগ্রহ ছিলো অনেক। আমরা খুবই আনন্দিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়