মহসীন কবির: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন না দেয়ায় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। চ্যানেল২৪
মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে পঞ্চম দিনের আন্দোলন শুরু করেন তারা। এসময় স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও। এরপর বেলা ১২টায় প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সব ধরণের ক্লাস ও ল্যাব পরীক্ষা বন্ধ রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই যাত্রা শুরু করে ইতিহাস বিভাগ। বর্তমানে বিভাগটিতে শিক্ষার্থী রয়েছে ৪১৩জন।