রাশিদ রিয়াজ : ৩১ জন রোগীর শরীরে রক্তনালীতে প্রবাহমান রক্ত পরখ করে ৯৭ শতাংশ নির্ভুল রিপোর্ট দিয়েছে রোবটের আলট্রাসনোগ্রাম পদ্ধতিটি। এনগ্যাজেট ডটকম
সিরিঞ্জ ব্যবহার না করে ইসরায়েলের রাটজার্স এবং মাউন্ট সিনাই হাসপাতালের গবেষকরা মানুষের চামড়ার ওপর রোবটের স্কানার বসিয়ে রক্ত পরীক্ষার এ পদ্ধতি মানুষের চেয়ে নির্ভুল দাবি করছেন।
এ পদ্ধতিতে রক্তে ইনফেকশনের কোনো আশঙ্কা নেই। রক্তনালী খুঁজে না পাওয়ার কোনো ঝামেলাও নেই। চিকিৎসকদের দাবি ২৭ থেকে ৬০ শতাংশ রোগীর রক্তনালী খুঁজে পেতে সমস্যা হয়।
রক্তনালীকে নির্ভুলভাবে পরখেই আলট্রাসনোগ্রাম ব্যবহার করা হচ্ছে।
রোবট ব্লাড স্ক্যানারে এক্ষেত্রে সেন্ট্রিফিউজড-বেজড ব্লাড এ্যানালাইজার ব্যবহৃত হয়।
প্রটোটাইপ এ রোবটির আরো উন্নত সংস্করণ উদ্ভাবনে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটি ডিভাইস দ্রুত এবং মানুষের চেয়ে কম সময়ে অনেক বেশি মানুষর রক্ত পরীক্ষার রিপোর্ট দিতে সক্ষম হবে বলে তাদের দাবি।