শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণে ৩ জনের বিরুদ্ধে মামলা

হাদিউল হৃদয়, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষক তানজীলসহ (২০) তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

ধর্ষণের শিকার মেয়েটি তাড়াশ জে.আই কারিগরি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পৌর শহরের পূর্ব ওয়াপদা বাধ এলাকায় বসবাসরত মেয়েটির বাবা ঢাকায় রিক্সা চালান ও মা পার্শ্ববর্তী একটি স্কুলে আয়ার চাকুরি করেন। মেয়েটি তার দাদির সঙ্গে বেশির ভাগ সময় বাসায় থাকতো।

একই এলাকার ভাদাস গ্রামের রফিকুল ইসলামে বখাটে ছেলে তানজীল (২০) স্কুলে যাবার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। গত বৃহস্পতিবার বিকালে বাড়িতে ডেকে এনে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় সে তা প্রত্যাখান করলে তালজিল জোর করে তাকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রী দৌড়ে বাড়িতে চলে এসে ঘটনাটি তার পরিবারকে জানায়।

পরে পরিবারের লোকজন তাকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী ওই কিশোরী ভর্তি হয়। তার নিন্মাঙ্গের ক্ষতে সেলাই দেয়া হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন এবং আমরা তদন্ত শুরু করেছি। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়