শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে র‌্যাবের অভিযানে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য আটক

এস.এম আকাশ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ভাংগা থেকে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের সদস্যরা রোববার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার ভাংগা থানাধীন মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাংগা উপজেলার মিয়াপাড়া গ্রামের মো. সামাদ হাওলাদার(২৫) ও মাদারীপুর কালকিনী উপজেলার উত্তর রমজানপুর গ্রামের মো. ইলিয়াছ বেপারী(৩৪), এ সময় আটককৃতদের হেফাজত হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৯টি মোবাইল সেট, ৪৭টি সীমকার্ড ও ১ টি রাউটার জব্দ করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সহকারী স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, উক্ত বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর(বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ একাউন্ট খোলে।

প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগণের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়