শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলতে ক্রীড়া মন্ত্রণালয়ককে না জানিয়ে লাহোরে গেলো ভারতীয় কাবাডি দল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে বসছে বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নিতে দেশের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়কে না জানিয়ে পাকিস্তান গেলো ভারতের জাতীয় দলের কাবাডি সংস্থা। পাকিস্তানের লাহোরে পৌঁছানোর পর দলকে সংবর্ধনা দেয় দেশটি। এছাড়া খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে হোটেলে গেলেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রাই তৈমুর খান ভাট্টি। যার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গোটা দেশে উঠলো বিতর্কের ঝড়। এরপরেই প্রশ্ন উঠে কিভাবে পাকিস্তান গেলো কাবাডি দল।

কূটনৈতিক টানাপড়েনে পাকিস্তানে খেলতে যায় না ভারতীয় ক্রিকেট দল। অংশ নেয় না সে দেশের অন্য কোনও খেলার প্রতিযোগিতাতেও। কিছুদিন আগে, ভারত-পাক ডেভিস কাপ টাই নিরপেক্ষ দেশে সরিয়ে নিতে বাধ্য হয় আন্তর্জাতিক টেনিস সংস্থা। ফলে প্রশ্ন উঠছে, কাবাডি দল কী করে সে দেশে গেলো? অনুমতিই বা কে দিলো? ঘটনায় হতচকিত সব মহলই। পাকিস্তানে এ বারই প্রথম কবাডির বিশ্বচ্যাম্পিয়নশিপ হচ্ছে। উদ্বোধন সোমবার লাহোরের পাঞ্জাব ফুটবল স্টেডিয়ামে। খেলা হবে ফয়সলাবাদ ও পাঞ্জাব প্রদেশের গুজরাতেও। সংগঠকেরা জানিয়েছেন, ভারত, পাকিস্তান ছাড়া খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি, ইরান, আজেরবাইজান, কেনিয়া, কানাডা। চ্যাম্পিয়নরা পাবে প্রায় ৪৭ লাখ টাকা।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, ‘ক্রীড়া দফতর বা বিদেশ মন্ত্রণালয় কোনো দলকে অনুমতি দেয়নি। বিদেশে খেলতে গেলে অনুমতি নেয়া বাধ্যতামূলক।’

বিস্মিত জাতীয় কাবাডি সংস্থার প্রশাসক অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি গর্গও। তিনি বলেছেন, ‘পাকিস্তানে খেলতে গিয়েছে এমন কোনো ভারতীয় কাবাডি দল সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিলো না। কখনওই জাতীয় সংস্থা পাকিস্তানে কাবাডি ম্যাচ খেলার অনুমতি দেয়নি। ব্যাপারটা শোনার পরে খোঁজখবর নিয়ে ঘটনার কথা জেনেছি। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।’ সূত্র আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়