সাইফুর রহমান : করোনাভাইরাস সংকটে দরপতনের কারণে অস্থিতিশীল তেলের বাজার চাঙ্গা রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। চলতি সপ্তাহে ভিয়েনায় রাশিয়াসহ ওপেকের অন্যান্য প্রতিনিধিদের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিএনবিসি, রয়টার্স, ডেকান হেরাল্ড
শনিবার এক বিবৃতিতে ওপেকের সভাপতি ও আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী মোহামেদ আরকাব জানান, করোনাভাইরাসের প্রভাবে পরিবহন, পর্যটনশিল্পসহ সর্বোপরি অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।
তিনি বলেন, যৌথ কমিটির এ সিদ্ধান্ত চলতি বছরের ডিম্বের পর্যন্ত বলবত থাকবে। এসময়কালে ওপেক এবং এর মিত্র দেশগুলো প্রতিদিন তেল উৎপাদনের পরিমান অন্তত ৫ লাখ ব্যারেল কমিয়েং আনার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তেলের বাজারে স্থিতিশীলতা আসবে এবং আমদানিকারক দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন ওপেক সভাপতি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই নিম্নমূখী তেলের বাজার। ভাইরাস সংক্রমণের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে অচলাবস্থার কারণে বিপর্যস্ত হয়েছে দেশটির অর্থনীতি। এছাড়া দেশটি বিশ্বের অন্যতম তেল আমদানিকারক হওয়ায় এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও।