সামিউল শাওন: বৃহস্পতিবার দেশটির আলাস্কা অঙ্গরাজ্যের প্রায় ১২ মাইল দক্ষিণ-পশ্চিমে যুপিক গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সিএনএন
বিমানটিতে পাইলটসহ ৫ জন আরোহী ছিলেন। এটি বেথেল থেকে কিপনুকে যাচ্ছিল। তবে উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর এটি বিধ্বস্ত হয়।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, দুর্ঘটনা তদন্ত করা হবে।
এদিকে, দুর্ঘটনার পর বিমান সংস্থাটি তাদের সব ফ্লাইট স্থগিত করেছে বলে ফেসবুকে পেজে জানানো হয়েছে।