শিরোনাম
◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেক রাঙ্গাতে পারলেন না সাইফ হাসান, ফিরে গেলেন তামিমও

শিউলী আক্তার : আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিলো মুমিনুল হকরা। কিন্তু ইনিংসের প্রথম ওভারের তৃতীয় দলে ফিরে গেলেই অভিষেক হওয়া সাইফ হাসান। তার পরের ওভারে বিদায় নিলেন তামিম ইকবাল।

পাকিস্তানের ওপেনিং বোলার শাহিন শাহ আফ্রিদির প্রথম বলে তিন রান নেন তামিম ইকবাল। পরের বলে কোনো রান নিতে পারেননি সাইফ। ওভারের তৃতীয় বলে স্লিপে আসাদ শফিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলীয়নের পথ ধরেন এই ওপেনার। পরের ওভারে মোহাম্মদ আব্বাসের বলে এলবি ফাঁদে পড়েন তামিম ইকবাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩ রান। ক্রিজে আছেন নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হক।

টেস্টে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ খেলা পাঁচ টেস্টেই হার। জয় খরা কাটাতে মুখিয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক। জয়ের মিশনে মাঠে নামবেন টাইগাররা।

শক্তিমত্তায় এগিয়ে থাকলেও অবশ্য বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। তার বিশ্বাস যেকোনো মুহূর্তে কঠিন পরীক্ষায় ফেলতে সক্ষম বাংলাদেশ।

এই টেস্টে দলের নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান সাকিব ও মুশফিককে ছাড়াই পাকিস্তানকে মোকাবেলা করতে নামছে মুমিনুল বাহিনীরা। তবে দীর্ঘ দিন পর সাদা পোষাকে ফিরছেন তামিম ইকবাল। তামিমের সঙ্গে ওপেনিং করবেন সাইফ হাসান।

রাওয়ালপিন্ডিতে পেস সহায়ক কন্ডিশন থাকতে পারে, তাই এই ম্যাচে পেসের উপর নির্ভর করেছে। তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছেন মুমিনুল।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি ও রুবেল হোসেন।
পাকিস্তান সম্ভাব্য একাদশ : শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, আসাদ শফিক, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়