শিরোনাম
◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন ◈ হাইকোর্টের আদেশে ধাক্কা, আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না ◈ ভার‌তের বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে 'গণপিটুনি' দিয়ে হত্যা করা হলো ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: নিরাপত্তার বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মুসলিমরা দেশকে ভালবাসেন না, বললেন যোগী আদিত্যনাথ

সিরাজুল ইসলাম : বিবিসি হিন্দিকে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রিটেন থেকে স্বাধীনতার সময় মুসলিমরা এ দেশের পক্ষে ছিলেন না। তাদের উচিৎ ছিলো দেশভাগের বিরোধীতা করা। তারা সেটা না করায় পাকিস্তান সৃষ্টি হয়েছে। বুধবার এ সাক্ষাৎকারটি প্রচার করা হয়।

যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা। তিনি বিতর্কিত রাজনীতিক হিসেবে পরিচিত। ২০ মিলিয়ন মুসলমানের এক চতুর্থাংশ বাস করে তার রাজ্যে।

শাহীনবাগে বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, বিশেষ সম্প্রদায়ের (মুসলিম) পুরুষরা ভীড়ু। তারা নারী শিশুদের ঘরের বাইরে পাঠিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এ আন্দোলন শান্তিপূর্ণ নয়; বরং পথচারী ও বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত করছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনকারীদের বিরিয়ানি সরবরাহ করছেন বলে অভিযোগ করেন তিনি। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক অরবিন্দ বলেন, তারা বিরিয়ানী খাওয়ার মানুষ না।

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে তুমুল আন্দোলন চলছে ভারতের বিভিন্ন অংশে। উত্তর প্রদেশে সংঘর্ষ কমপক্ষে ১৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। কানপুরে পুলিশ মুসলিমদের ঘরবাড়ি ও গাড়ি ভাংচুর করছে। আটক করা হয়েছে হাজার হাজার মুসলিমকে। সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে তাদের কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করা হয়েছে।

শাহীনবাগের আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেছেন। সেখানে ফাঁকা গুলি ছোঁড়ে এক যুবক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়