শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান শুনে ক্ষোভ ঝাড়লেন বাণিজ্যমন্ত্রী

আমাদের সময় : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার উপস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান শুনে ক্ষোভ ঝেড়েছেন। ‘জয় বাংলা’র পরিবর্তে এই স্লোগান একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার ভালো লাগেনি বলেও জানিয়ে দেন তিনি।

সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে টিপু মুনশির উপস্থিতিতেই ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়।

সেখানে দেখা যায়, মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়নের কিছু লোক সমাপনী অনুষ্ঠানের মঞ্চের কাছাকাছি একপাশে অবস্থান নেয়। বক্তাদের বক্তব্য দেওয়ার বিভিন্ন পর্যায়ে তারা স্লোগান দিতে থাকে। এ সময় তারা ‘বাণিজ্যমন্ত্রী জিন্দাবাদ’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলেও স্লোগান দেয়।

পরে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই জিন্দাবাদ তো আমরা ১৯৭১ সালে শেষ করে দিয়ে এসেছিলাম। সেই জিন্দাবাদটা বারবার ফিরে আসছে কেন? ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা “জয় বাংলা” বলেছি। এটি ছিল স্বাধীনতার স্লোগান। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, সেই দিন থেকে “জয় বাংলা” চট করে “বাংলাদেশ জিন্দাবাদ” হয়ে গেল। কথাটা ভালো না-ও লাগতে পারে, এটাই বাস্তবতা।’

টিপু মুনশি বলেন, ‘জয় বাংলাকে কিন্তু ভোলা ঠিক হবে না। ওটা কিন্তু আমাদের স্পিরিট। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। যখন আমি শুনি, স্লোগান আপনারা দেন, সহ্য হয় না, ভালো লাগে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়