শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান শুনে ক্ষোভ ঝাড়লেন বাণিজ্যমন্ত্রী

আমাদের সময় : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার উপস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান শুনে ক্ষোভ ঝেড়েছেন। ‘জয় বাংলা’র পরিবর্তে এই স্লোগান একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার ভালো লাগেনি বলেও জানিয়ে দেন তিনি।

সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে টিপু মুনশির উপস্থিতিতেই ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়।

সেখানে দেখা যায়, মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়নের কিছু লোক সমাপনী অনুষ্ঠানের মঞ্চের কাছাকাছি একপাশে অবস্থান নেয়। বক্তাদের বক্তব্য দেওয়ার বিভিন্ন পর্যায়ে তারা স্লোগান দিতে থাকে। এ সময় তারা ‘বাণিজ্যমন্ত্রী জিন্দাবাদ’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলেও স্লোগান দেয়।

পরে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই জিন্দাবাদ তো আমরা ১৯৭১ সালে শেষ করে দিয়ে এসেছিলাম। সেই জিন্দাবাদটা বারবার ফিরে আসছে কেন? ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা “জয় বাংলা” বলেছি। এটি ছিল স্বাধীনতার স্লোগান। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, সেই দিন থেকে “জয় বাংলা” চট করে “বাংলাদেশ জিন্দাবাদ” হয়ে গেল। কথাটা ভালো না-ও লাগতে পারে, এটাই বাস্তবতা।’

টিপু মুনশি বলেন, ‘জয় বাংলাকে কিন্তু ভোলা ঠিক হবে না। ওটা কিন্তু আমাদের স্পিরিট। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। যখন আমি শুনি, স্লোগান আপনারা দেন, সহ্য হয় না, ভালো লাগে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়