শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশী কূটনীতিকরা নির্বাচন পর্যবেক্ষণ করলেও ভোট নিয়ে কোনও মন্তব্য করেননি

মাজহারুল ইসলাম : তীব্র সমালোচনার মুখে বিদেশী দূতাবাস ও হাইকমিশনগুলোতে কর্মরত বাংলাদেশিরা গতকাল আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শন করা থেকে বিরত ছিলেন। সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন দূতাবাসের মোট ৭৪ জন বিদেশী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছিলেন। এদের মধ্যে ৪৬ জন বিদেশী থাকলেও বাকি ২৮ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার গতকাল সকালে প্রথমে রাজধানীর রামপুরায় ইকরামুন্নেসা স্কুল ভোটকেন্দ্র এবং পরে তেজগাঁও মনু মিয়া সরকারি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। মিলার তেজগাঁওয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করে স্কুলের খেলার মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে বলেন, আজকের দিনটি খুব সুন্দর। ওইসময় তিনি এই স্কুলটি কোন সালে প্রতিষ্ঠিত তা জানতে চান।

রাজধানীর বনানী বিদ্যানিকেতন, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ওইসময় ডিকসন বলেন, নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। পর্যবেক্ষণ করতে এসেছি।

এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিদেশি মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী এটিকে আইনের বিচ্যুতি হিসেবে আখ্যায়িত করে মিশনগুলোকে কোড অব কন্ডাক্ট অনুসরণের আহŸান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেষ হাসিনাও গতকাল ঢাকা কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর একই ধরনের মন্তব্য করেছেন। এর আগে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্রে না পাঠাতে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়