শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাদে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ২৯ মার্চ শুরু হবে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দল পেয়েছেন প্রবীণ তাম্বে। কিন্তু এবারের আইপিএলে অংশ নিতে পারবেন না তিনি। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এবারের আইপিএলের জন্য প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠান হয়েছিলো কলকাতায়। গত ১৯ ডিসেম্বরের সেই নিলাম থেকে বেঁধে দেয়া মূল্য ২০ লক্ষ রুপি দিয়ে স্পিনার প্রবীণকে দলে ভিড়িয়েছিলো কলকাতা।

এর পরেই শুরু হয় ঝামেলা। ৪৮ বছর বয়সী এ ক্রিকেটারকে খেলার ছাড়পত্র দিতে নারাজ টুর্নামেন্ট কর্তৃপক্ষ। কারণ হিসেবে জানানো হয়, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ফলে ভারতের হয়ে যেকোনো টুর্নামেন্ট খেলার যোগ্যতা হারিয়েছেন তিনি।

কিছুদিন আগে টি-টেন ক্রিকেটে অংশ নেয়ার ফলে প্রবীণ তাম্বে আইপিএল খেলতে পারবেন না জানিয়ে আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছিলেন, ‘বিসিসিআইয়ের স্পষ্ট নিয়ম। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কোথাও অন্য কোনো লিগে অংশগ্রহণ করতে পারেন না। তারা কেবলমাত্র একদিনের ক্রিকেট অথবা তিনদিন বা চারদিনের ক্রিকেট যেমন, কাউন্টি ক্রিকেটে অংশ নিতে পারেন।’

তবে কলকাতার প্রশ্ন অন্য জায়গায়। তাদের মতে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেনো প্রবীণকে আইপিএলের নিলামে রাখা হয়েছিলো, প্রশ্ন তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের একটি জাতীয় দৈনিক এ বিষয়ে খবর প্রকাশ করে লিখেছে, কলকাতার সঙ্গে বোর্ডের সংঘাত বাধতে চলেছে।

এদিকে সম্প্রতি দিল্লিতে আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠক ছিলো। সেখানে প্রবীণ তাম্বের ভবিষ্যৎ নিয়ে আবার আলোচনা হয়েছে। সেই আলোচনায় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, প্রবীণ আগেই নিজের অবসরের কথা ঘোষণা দিয়েছিলেন। সে কারণে দুবাইয়ে টি-টেন লিগে খেলে এসেছেন। এই সিদ্ধান্ত এখন আর ফিরিয়ে নেয়া সম্ভব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়