শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাদে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ২৯ মার্চ শুরু হবে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দল পেয়েছেন প্রবীণ তাম্বে। কিন্তু এবারের আইপিএলে অংশ নিতে পারবেন না তিনি। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এবারের আইপিএলের জন্য প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠান হয়েছিলো কলকাতায়। গত ১৯ ডিসেম্বরের সেই নিলাম থেকে বেঁধে দেয়া মূল্য ২০ লক্ষ রুপি দিয়ে স্পিনার প্রবীণকে দলে ভিড়িয়েছিলো কলকাতা।

এর পরেই শুরু হয় ঝামেলা। ৪৮ বছর বয়সী এ ক্রিকেটারকে খেলার ছাড়পত্র দিতে নারাজ টুর্নামেন্ট কর্তৃপক্ষ। কারণ হিসেবে জানানো হয়, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ফলে ভারতের হয়ে যেকোনো টুর্নামেন্ট খেলার যোগ্যতা হারিয়েছেন তিনি।

কিছুদিন আগে টি-টেন ক্রিকেটে অংশ নেয়ার ফলে প্রবীণ তাম্বে আইপিএল খেলতে পারবেন না জানিয়ে আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছিলেন, ‘বিসিসিআইয়ের স্পষ্ট নিয়ম। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কোথাও অন্য কোনো লিগে অংশগ্রহণ করতে পারেন না। তারা কেবলমাত্র একদিনের ক্রিকেট অথবা তিনদিন বা চারদিনের ক্রিকেট যেমন, কাউন্টি ক্রিকেটে অংশ নিতে পারেন।’

তবে কলকাতার প্রশ্ন অন্য জায়গায়। তাদের মতে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেনো প্রবীণকে আইপিএলের নিলামে রাখা হয়েছিলো, প্রশ্ন তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের একটি জাতীয় দৈনিক এ বিষয়ে খবর প্রকাশ করে লিখেছে, কলকাতার সঙ্গে বোর্ডের সংঘাত বাধতে চলেছে।

এদিকে সম্প্রতি দিল্লিতে আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠক ছিলো। সেখানে প্রবীণ তাম্বের ভবিষ্যৎ নিয়ে আবার আলোচনা হয়েছে। সেই আলোচনায় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, প্রবীণ আগেই নিজের অবসরের কথা ঘোষণা দিয়েছিলেন। সে কারণে দুবাইয়ে টি-টেন লিগে খেলে এসেছেন। এই সিদ্ধান্ত এখন আর ফিরিয়ে নেয়া সম্ভব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়