ডেস্ক নিউজ: শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের মসজিদের মক্তবের পাশ থেকে একটি ককটেল জব্দ করেছে পুলিশ।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ওই গ্রামের মক্তবের পাশে লাল স্কটেপে পেঁচানো একটি ককটেল দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে ঘটনাস্থল থেকে ককটেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্ত শুরু করা হবে। সম্পাদনা: জেরিন