শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী মোড়া দিতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ

সুজন কৈরী : গত বছর ২২ থেকে ২৩ লাখ টাকা হলেও এবারের বানিজ্য মেলায় কারা পণ্যের বিক্রি বেড়েছে। শুক্র ও শনিবার দুদিন বন্ধের পর আরও তিনদিন মেলা চলবে।

মেলায় দেশের বিভিন্ন বিভিন্ন কারাবন্দিদের তৈরি ছয়শ থেকে সাড়ে তিন হাজার টাকা মূল্যের সাধারণ থেকে সিংহাসন মোড়াগুলো এবারের মেলায় ক্রেতাদের নজর কেড়েছে। টেকসই, গুণগত মান সম্পন্ন এবং দেশিয়, লোকজ আমেজ থাকায় এ পণ্যে ক্রেতাদের আকর্ষণ বেশি। এছাড়া উলের তৈরি শতরঞ্জি, পাটের তৈরি দোলনা বিক্রি হচ্ছে বেশ ভালো।

কারা বন্দিদের তৈরি পণ্যগুলোর দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। কারাবন্দিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নেয়ার জন্য এই ভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

স্টলটির সহকারি ম্যানেজার ও রংপুর কারাগারের ডেপুটি জেলার মো. আব্দুল্লাহিল ওয়ারেস বলেন, এবারের মেলায় দোতলা বিশিষ্ট ৬২৫ বর্গফুটের স্টলটি শুরুর দিন থেকেই চালু করা হয়। মোড়া, শতরঞ্জি ও দোলনা ছাড়াও এবার আকাশ মনি কাঠের তৈরি ডাইনিং টেবিল, ওয়ারড্রপ, কাপড় রাখার বড় আলমারির বিক্রি ভালো হচ্ছে। এবারের স্টলে নকশি কাথা সুতি তোয়ালে, টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি, শাড়ি, বিছানার চাদর, নারকেল ও প্লাস্টিকের তৈরি ঝাড়–, থ্রিপিস ও পুঁতির কলমদানিসহ থাকা শতাধিক পণ্যের বিক্রিও ভালো হচ্ছে।

তিনি আরও বলেন, বিক্রিত পণ্যের মূল্যের অর্ধেক অংশ যে বন্দি বানিয়েছেন তিনি পাবেন। মেলা শেষ হলে হিসাব করে প্রত্যেকটি বিক্রিত পণ্যের অর্ধেক মূল্য সংশ্লিষ্ট বন্দির ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। বাকি অর্ধেক সরকারি কোষাগারে জমা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়