শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ফ্লাইট বন্ধ হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী, বললেন মাহবুব আলী

লাইজুল ইসলাম: শুক্রবার (৩১ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী একথা বলেন।তিনি বলেন, বাংলাদেশ বিমানের সরাসরি ঢাকা-চীন কোনো ফ্লাইট নেই। চীনের কয়েকটি উড়োজাহাজ ও বাংলাদেশের একটি প্রাইভেট উড়োজাহাজ কোম্পানি তাদের ফ্লাইট পরিচালনা করে। এখন এগুলো বন্ধ করা বা এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রীয় বিষয় বিবেচনা করে।

অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটা ফ্লাইট চলাচল করছে। চাইলেই আমরা তাদের ফ্লাইট বন্ধ করতে পারি না। এটা দুই দেশের সম্পর্কের বিষয়। মন্ত্রণালয়ে একান্ত সিদ্ধান্তের বিষয় না। এখানো পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়। তাই বিষয়টি আমরা প্রধানমন্ত্রী কাছে জানিয়েছি। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

তিনি বলেন ব্রিটিশ এয়ারওয়েজ তাদের নিজস্ব বিমান চলাচল বন্ধ করেছে।কিন্তু তারা চীনের ফ্লাইট বন্ধ করেনি। এটা বন্ধ করা যায়ও না। তবে বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। সবার জন্যই চিন্তার বিষয়। কিন্তু তারপরও আমরা বন্ধত্ব সম্পর্ক ধরে রাখতে চাই।কোনো ফ্লাইট বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চীন থেকে যাতে দেশে করোনা ভাইরাস ঢুকতে না পারে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। স্কেনিং মেশিন বসানো হয়েছে। ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে চিকিৎসকরা। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়