শিরোনাম
◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ফ্লাইট বন্ধ হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী, বললেন মাহবুব আলী

লাইজুল ইসলাম: শুক্রবার (৩১ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী একথা বলেন।তিনি বলেন, বাংলাদেশ বিমানের সরাসরি ঢাকা-চীন কোনো ফ্লাইট নেই। চীনের কয়েকটি উড়োজাহাজ ও বাংলাদেশের একটি প্রাইভেট উড়োজাহাজ কোম্পানি তাদের ফ্লাইট পরিচালনা করে। এখন এগুলো বন্ধ করা বা এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রীয় বিষয় বিবেচনা করে।

অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটা ফ্লাইট চলাচল করছে। চাইলেই আমরা তাদের ফ্লাইট বন্ধ করতে পারি না। এটা দুই দেশের সম্পর্কের বিষয়। মন্ত্রণালয়ে একান্ত সিদ্ধান্তের বিষয় না। এখানো পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়। তাই বিষয়টি আমরা প্রধানমন্ত্রী কাছে জানিয়েছি। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

তিনি বলেন ব্রিটিশ এয়ারওয়েজ তাদের নিজস্ব বিমান চলাচল বন্ধ করেছে।কিন্তু তারা চীনের ফ্লাইট বন্ধ করেনি। এটা বন্ধ করা যায়ও না। তবে বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। সবার জন্যই চিন্তার বিষয়। কিন্তু তারপরও আমরা বন্ধত্ব সম্পর্ক ধরে রাখতে চাই।কোনো ফ্লাইট বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চীন থেকে যাতে দেশে করোনা ভাইরাস ঢুকতে না পারে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। স্কেনিং মেশিন বসানো হয়েছে। ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে চিকিৎসকরা। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়