রাশিদ রিয়াজ : গত বছরের শেষ তিন মাস পয়মন্ত হয়ে ওঠে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার জন্যে। এক বিবৃতিতে টেসলা গত বছরকে তাই ‘টারনিং পয়েন্ট’ বলে অভিহিত করেছে। সিএনএন
চীনের সাংহাইতে টেসলা কমমূল্যের গাড়ি এসইউভি, মডেল ওয়াই’এর উৎপাদন শুরু করেছে। লোকসান ঠেকিয়ে লাভ ধরে রাখতে টেসলার কাছে এখন চীনের গ্রাহকই ভরসা। আগামী বছর বার্লিনে নতুন আরেকটি কারখানা খুলতে যাচ্ছে টেসলা। এবছর অন্তত ৫ লাখ গাড়ি উৎপাদন করে গত বছরের চেয়ে উৎপাদন হার ৩৬ শতাংশ বৃদ্ধি করতে চায় মার্কিন এ গাড়ি নির্মাণ কোম্পানি।
টেসলার সিইও এলন মাস্ক বলেছেন, নিজস্ব পুঁজির ওপর ভিত্তি করেই সংকট থেকে দূরে সরে আসছি আমরা। দক্ষতা বৃদ্ধির সাথে সাথে পুঁজি আহরণও ছিল আরেক কঠিন চ্যালেঞ্জ। গত ৮ মাসে টেসলার শেয়ার দর পুঁজি বাজারে বেড়েছে সাড়ে ১১ শতাংশ।