শিরোনাম
◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি ◈ শ্রম আইন সংশোধন বিষয়ে যে বার্তা দিলো ইইউ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব মুশফিক ও তামিম ইস্যুতে ক্ষেপেছেন বিসিবি সভাপতি পাপন

স্পোর্টস ডেস্ক : দলের সিনিয়রদের ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ সিরিজের আগে ছুটি নেওয়ার ইস্যুতে ক্ষেপেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এছাড়াও কথা বলেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের ছুটি ইস্যু নিয়ে।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সফরে ছুটি নিয়েছিলেন সাকিব। তারপর পাকিস্তান বিশ্বকাপের পর কেবল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কা খেলেছিলেন তামিম। তারপর থেকেই ছুটিতে ছিলেন তামিম। ফিরেছেন পাকিস্তান সিরিজে। এই সফরে নিরাপত্তা ইস্যুর কারণে পাকিস্তান সফরে যাননি দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক।

অবশ্য মুশফিক সিরিজের একমাস আগেই জানিয়ে দিয়েছিল বিসিবিকে। তার অনুপস্থিতি দলে বেশ ভালোভাবেই প্রভাব পড়েছে। তবে সিনিয়র ক্রিকেটারদের এমন কাণ্ডে অবাক হয়েছেন বিসিবি প্রধান। শুধু তাই নয় ক্ষেপেছেনও।

সাকিব নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা যায় নাই তারপর তামিম দুইটা সিরিজ খেললো না, এই প্রথম দেখলাম মুশফিক। এইরকম হঠাৎ করে যদি জানি তাহলে তো সমস্যা। ওরা তো দলের মূল ক্রিকেটার। ওদের রিপ্লেসমেন্ট তো তৈরি করতে হবে, তার জন্য তো সময় দিতে হবে। কিন্তু হঠাৎ করে আগ মুহূর্তে আসলে তো সমস্যা আমাদের জন্য। এই সমস্যার সমাধান তো করতে হবে।

মুশফিক শুধু টি-টোয়েন্টিই নয়, টেস্ট সিরিজও খেলবেন না তিনি। তবে টি-টোয়েন্টিতে মুশফিকবিহীন বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে তাতে প্রশ্ন উঠেছে টেস্ট সিরিজের জন্য পাকিস্তান সফরে যাবেন তো মুশফিক? এই প্রশ্নের জবাবে পাপন বলেন, আমি জানি না মুশফিক যাবে কিনা টেস্ট খেলতে (পাকিস্তান ইস্যুতে)। আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। আগে থেকে জানতে পারলে একটা পরিকল্পনা নিয়ে এগোতে পারতাম। আগে বলতে কমপক্ষে ৬ মাস! কারণ দুই-তিনটা সিরিজ খেলে, একটা না খেললে ঐ জায়গায় হঠাৎ নতুন ছেলে কে তো পাঠানো যায় না। গত বছরই বলেছি, এই বছর টা আমাদের জন্য কঠিন এক বছর।

তিনি আরও যোগ করেন, “আগে তো অধিকাংশ খেলা দেশে খেলতাম এখন কিন্তু দেশের বাইরে। আমরা যে ফরম্যাটগুলোতে সবচেয়ে বেশি দুর্বল (টেস্ট, টি-টোয়েন্টি) সেগুলোই এখন বেশি। এই সময়টা খারাপ যাবে জানতাম এর সাথে যোগ হয়েছে সাকিব নেই যেটা কিনা বড় ধাক্কা আমাদের জন্য। তামিমকে পাইনি দুটো সিরিজে, এখন মুশফিকৃ সত্যি বলতে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সূত্র, ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়