শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব মুশফিক ও তামিম ইস্যুতে ক্ষেপেছেন বিসিবি সভাপতি পাপন

স্পোর্টস ডেস্ক : দলের সিনিয়রদের ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ সিরিজের আগে ছুটি নেওয়ার ইস্যুতে ক্ষেপেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এছাড়াও কথা বলেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের ছুটি ইস্যু নিয়ে।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সফরে ছুটি নিয়েছিলেন সাকিব। তারপর পাকিস্তান বিশ্বকাপের পর কেবল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কা খেলেছিলেন তামিম। তারপর থেকেই ছুটিতে ছিলেন তামিম। ফিরেছেন পাকিস্তান সিরিজে। এই সফরে নিরাপত্তা ইস্যুর কারণে পাকিস্তান সফরে যাননি দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক।

অবশ্য মুশফিক সিরিজের একমাস আগেই জানিয়ে দিয়েছিল বিসিবিকে। তার অনুপস্থিতি দলে বেশ ভালোভাবেই প্রভাব পড়েছে। তবে সিনিয়র ক্রিকেটারদের এমন কাণ্ডে অবাক হয়েছেন বিসিবি প্রধান। শুধু তাই নয় ক্ষেপেছেনও।

সাকিব নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা যায় নাই তারপর তামিম দুইটা সিরিজ খেললো না, এই প্রথম দেখলাম মুশফিক। এইরকম হঠাৎ করে যদি জানি তাহলে তো সমস্যা। ওরা তো দলের মূল ক্রিকেটার। ওদের রিপ্লেসমেন্ট তো তৈরি করতে হবে, তার জন্য তো সময় দিতে হবে। কিন্তু হঠাৎ করে আগ মুহূর্তে আসলে তো সমস্যা আমাদের জন্য। এই সমস্যার সমাধান তো করতে হবে।

মুশফিক শুধু টি-টোয়েন্টিই নয়, টেস্ট সিরিজও খেলবেন না তিনি। তবে টি-টোয়েন্টিতে মুশফিকবিহীন বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে তাতে প্রশ্ন উঠেছে টেস্ট সিরিজের জন্য পাকিস্তান সফরে যাবেন তো মুশফিক? এই প্রশ্নের জবাবে পাপন বলেন, আমি জানি না মুশফিক যাবে কিনা টেস্ট খেলতে (পাকিস্তান ইস্যুতে)। আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। আগে থেকে জানতে পারলে একটা পরিকল্পনা নিয়ে এগোতে পারতাম। আগে বলতে কমপক্ষে ৬ মাস! কারণ দুই-তিনটা সিরিজ খেলে, একটা না খেললে ঐ জায়গায় হঠাৎ নতুন ছেলে কে তো পাঠানো যায় না। গত বছরই বলেছি, এই বছর টা আমাদের জন্য কঠিন এক বছর।

তিনি আরও যোগ করেন, “আগে তো অধিকাংশ খেলা দেশে খেলতাম এখন কিন্তু দেশের বাইরে। আমরা যে ফরম্যাটগুলোতে সবচেয়ে বেশি দুর্বল (টেস্ট, টি-টোয়েন্টি) সেগুলোই এখন বেশি। এই সময়টা খারাপ যাবে জানতাম এর সাথে যোগ হয়েছে সাকিব নেই যেটা কিনা বড় ধাক্কা আমাদের জন্য। তামিমকে পাইনি দুটো সিরিজে, এখন মুশফিকৃ সত্যি বলতে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সূত্র, ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়