শিরোনাম
◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় কমলগঞ্জের দলই চা বাগানে প্রাক্তন ব্যবস্থাপকসহ ৩ জন জেলহাজতে

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী দলই চা বাগানের প্রায় দুই কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় প্রাক্তন ব্যবস্থাপকসহ ৩ জনের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৭ জানুয়ারি মৌলভীবাজার সহকারী জজ আদালত, কমলগঞ্জ এ তিন আসামীকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। সিলেট রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফুর রহমান এর দায়েরকৃত মামলায় আদালত এই তিনজনকে জেলহাজতে প্রেরণ করেন।

দলই চা বাগানের প্রাক্তন ব্যবস্থাপক বাবুল কুমার সরকার (৪৮), প্রাক্তন সহকারী ব্যবস্থাপক দিলীপ কুমার সরকার (৪৭), প্রথম টিলা ক্লার্ক শাহ মোহাম্মদ তজম্মুল আলী আহমদ (৪৫), ২য় টিলা ক্লার্ক জাহাঙ্গীর আলম (৩৭), ৩য় টিলা ক্লার্ক ওবায়দুর রহমান (৪০) দলই চা বাগানের কর্মচারী থাকাবস্থায় একে অন্যের সহযোগিতায় প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ভূয়া হিসেব নিকেশ দেখিয়ে বিগত ২০১২ সনের ১লা জানুয়ারী থেকে ২০১৭ সনের ৩০ শে জুন পর্যন্ত এক কোটি ৭৯ লক্ষ ৩৬ হাজার তিনশত ছাব্বিশ টাকা আত্মসাৎ করেন।

আত্মসাৎ মামলার বাদী সিলেট রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফুর রহমান বলেন, এ মামলায় অন্যান্য আসামীরা জামিনপ্রাপ্ত ছিলেন। প্রথম তিন আসামী দীর্ঘদিন পলাতক অবস্থায় গত ২৭ জানুয়ারি বিজ্ঞ আদালতে হাজির হলে আদালত প্রথম তিন আসামীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়