শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় কমলগঞ্জের দলই চা বাগানে প্রাক্তন ব্যবস্থাপকসহ ৩ জন জেলহাজতে

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী দলই চা বাগানের প্রায় দুই কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় প্রাক্তন ব্যবস্থাপকসহ ৩ জনের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৭ জানুয়ারি মৌলভীবাজার সহকারী জজ আদালত, কমলগঞ্জ এ তিন আসামীকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। সিলেট রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফুর রহমান এর দায়েরকৃত মামলায় আদালত এই তিনজনকে জেলহাজতে প্রেরণ করেন।

দলই চা বাগানের প্রাক্তন ব্যবস্থাপক বাবুল কুমার সরকার (৪৮), প্রাক্তন সহকারী ব্যবস্থাপক দিলীপ কুমার সরকার (৪৭), প্রথম টিলা ক্লার্ক শাহ মোহাম্মদ তজম্মুল আলী আহমদ (৪৫), ২য় টিলা ক্লার্ক জাহাঙ্গীর আলম (৩৭), ৩য় টিলা ক্লার্ক ওবায়দুর রহমান (৪০) দলই চা বাগানের কর্মচারী থাকাবস্থায় একে অন্যের সহযোগিতায় প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ভূয়া হিসেব নিকেশ দেখিয়ে বিগত ২০১২ সনের ১লা জানুয়ারী থেকে ২০১৭ সনের ৩০ শে জুন পর্যন্ত এক কোটি ৭৯ লক্ষ ৩৬ হাজার তিনশত ছাব্বিশ টাকা আত্মসাৎ করেন।

আত্মসাৎ মামলার বাদী সিলেট রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফুর রহমান বলেন, এ মামলায় অন্যান্য আসামীরা জামিনপ্রাপ্ত ছিলেন। প্রথম তিন আসামী দীর্ঘদিন পলাতক অবস্থায় গত ২৭ জানুয়ারি বিজ্ঞ আদালতে হাজির হলে আদালত প্রথম তিন আসামীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়