শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় হোটেল হতে যাচ্ছে মক্কার ‘আবরাজ কুদাই’

সৌদি আরব সংবাদদাতা: বিশ্বের সবচেয়ে বড় হোটেল হিসেবে ঘোষণা পাওয়ার অপেক্ষায় রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব। ৪৫তলা বিশিষ্ট এই হোটেলে মরু দুর্গের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর সঙ্গে মিলেছে অত্যাধুনিক প্রযুক্তি।

এর প্রকল্প ব্যয় আনুমানিক ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। হোটেলের আয়তন প্রায় ১ দশমিক ৪ মিলিয়ন বর্গমিটার। লন্ডন ভিত্তিক সংস্থা আরিনের সঙ্গে এ হোটেল এবং এর কক্ষের অভ্যন্তরীণ নকশার জন্য চুক্তি করা হয়েছে। আবরাজ কুদাই প্রকল্পের অর্থায়ন করছে সৌদি আরব সরকারের অর্থ মন্ত্রণালয়।

‘আবরাজ কুদাই’ বর্তমানে সৌদি আরবের মক্কায় নির্মাণাধীন একটি হোটেল। এটি ২০১৭ সালে উন্মুক্ত করার কথা থাকলেও ২০১৫ সালে আর্থিক সমস্যার জন্য নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে হোটেলটির কাজ চলমান। আশা করা যাচ্ছে, ২০২০ সালে এই হোটেলটি উদ্বোধন করা হবে। এতে থাকবে ১০ হাজার রুম, ৭০টি রেস্টুরেন্ট এবং ৪টি হেলিপ্যাড।

৪৫তলা অট্টালিকার শুরুর ১০তলা হবে ভবনের মূল ভিত্তির মতো। এর উপর থেকে মাঝ বরাবর গোলাকার ভবনটির একবারে শীর্ষে থাকবে বিশালাকার একটা গম্বুজ। আয়তনের দিক থেকে আবরাজ কুদাইয়ের গম্বুজ হবে বিশ্বের সবচেয়ে বড় গম্বুজগুলোর একটি। গম্বুজসহ মাঝের এই গোলাকার ভবনকে চারদিকে বৃত্তের মতো ঘিরে থাকবে ১২টি আলাদা টাওয়ার।

সৌদি রাজপরিবারের সদস্য এবং তাদের অতিথিদের জন্য পাঁচটিতলা বিশেষভাবে সংরক্ষিত রাখা হয়েছে। এই হোটেল এমনভাবে তৈরি হবে যে এটি একটি আলাদা হোটেল সিটি।

এ ছাড়া সম্মানিত অতিথিদের আসা যাওয়ার জন্য থাকছে একটি বিশেষ বাস স্টেশন। ফুড কোর্ট, শপিং মল, সম্মেলন কেন্দ্র এবং বিলাসবহুল সুপরিসর বলরুমসহ আধুনিক হোটেলের সব সুযোগ-সুবিধাই থাকবে মক্কার এই হোটেলে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়