শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের তদন্ত করবে দুর্নীতি দমন কমিশনের ঢাকা প্রধান কার্যালয়

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়। দুদকের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

১০৬ হটলাইনে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে দুর্নীতির ব্যাপারে অভিযোগের পর প্রধান কার্যালয়ের নির্দেশে গত ৩ ডিসেম্বর প্রাথমিক তদন্তে নামে দুদক হবিগঞ্জ জেলা কার্যালয়। যা ছিল তাদের প্রথম পদক্ষেপ। পরবর্তীতে বিষয়টি তদন্তের অনুমতি চেয়ে প্রধান কার্যালয়ে আবেদন করা হয়। সেই অনুমতির অপেক্ষায় ছিল হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদক হবিগঞ্জের এক কর্মকর্তা বলেন, তদন্তের জন্য অনুমতির অপেক্ষায় ছিলাম আমরা। এখন জানতে পেরেছি প্রধান কার্যালয় থেকেই এ ব্যাপারে তদন্ত করা হবে। তবে আনুষ্ঠানিক কাগজপত্র এখনও পাওয়া যায়নি। কাগজপত্র হাতে পেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৫ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজম খান সরেজমিনে তদন্তকালে দরপত্রের কাগজপত্র ও কেনা যন্ত্রপাতি খতিয়ে দেখেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি তদন্ত করতে এসেছি। ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেব বলে আশা করছি। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তকালে কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান ও দরপত্র প্রস্তাব এবং মূল্যায়ন কমিটির সদস্য সচিব ডা. নাসিমা খানম ইভাকে খুঁজে না পেলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তের সময় তারা উভয়েই উপস্থিত ছিলেন।

সম্প্রতি হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের বইপত্র ও মালামাল কেনায় অনিয়মের অভিযোগ ওঠে। ২০১৭-১৮ অর্থবছরে ১৫ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ আসে প্রতিষ্ঠানটিতে। ভ্যাট ও আয়কর খাতে সরকারি কোষাগারে জমা হয় এক কোটি ৬১ লাখ টাকা ৯৭ হাজার ৭৪৮ টাকা। ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ১০৯ টাকা মালামাল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয়। কিন্তু বাস্তবে ওই মালামালের মূল্য পাঁচ কোটি টাকার বেশি নয়। বাকি টাকার পুরোটাই ভাগ-বাটোয়ারা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়