শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“হ্যালো ওসি’র” উদ্যোগ পুলিশকে মানুষের কাছে আরো সহজলভ্য করে তুলছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক পার্কার

রাজু চৌধুরী : চট্টগ্রামের কোতোয়ালী থানায় “হ্যালো ওসি”র কার্যক্রম পরিদর্শন করে প্রশংসা করেছেন আমেরিকান প্রতিনিধিরা। মঙ্গলবার বিকালে কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে "হ্যালো ওসি'র" অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস স্ট্র‍্যাটেজিক কমিউনিকেশন এডভাইজার মাইক পার্কার।

বাংলাদেশ পুলিশের জনবান্ধব বিভিন্ন উদ্যোগ বিশ্বের বিভিন্ন দেশে উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয় বলে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পুলিশ জনবান্ধব পুলিশিং নিয়ে যেসব দেশের সাথে কাজ করে তাদের মধ্যে বাংলাদেশ সেরা কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপ কমিশনার শাহ মোঃ আব্দুর রউফ, পংকজ বড়ুয়া, সহকারী কমিশনার নোবেল চাকমা, প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির, ডিপার্টমেন্ট অব জাস্টিস এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এসিস্ট্যান্ট শবনম মুনির প্রমুখ। হ্যালো ওসি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে মাইক পার্কার বলেন, “এই উদ্যোগ পুলিশকে মানুষের কাছে আরো সহজলভ্য করে তুলছে। মানুষের মাঝে থাকা অহেতুক ভীতি হ্রাস করছে। ”

অনুষ্ঠানে পাঁচ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। ২০ জন ভুক্তভোগী বিভিন্ন অভিযোগ নিয়ে ওসিকে অবহিত করেন। অনুষ্ঠানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নিজের কার্যক্রম পরিচালনা করেন। এতে প্রায় ৫০০ জন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রায় ২০ জন সেবা প্রার্থী তাদের সমস্যার কথা হ্যালো ওসি বুথে অফিসার ইনচার্জের নিকট জানান এবং অফিসার ইনচার্জ সাহেব দ্রুত সমাধানের ব্যবস্থা নেন।অনুষ্ঠানে জনাব মাইক পার্কার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীনকে “হ্যালো ওসি” অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান। তিনি সাধারণ জনগণকে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শন দেন। তিনি ইভটিজিং বন্ধ এবং মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান জানান। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়