শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার প্রানকেন্দ্রে ২’শ বোতল ফেন্সিডিল সহ গাড়ি আটক, গ্রেপ্তার-৩

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : রংপুর বগুড়া ও হিলি বগুড়া ঢাকা রুটে ব্যপকহারে মাদক পাচারের অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে যানবাহনে তল্লাশী অভিযানে আইন শৃংখলা বাহিনীর শিথিলতার কারনে বগুড়া জেলার বাই পাস মহাসড়কের উপর দিয়ে নিরাপদে পেরিয়ে যাচ্ছে বিভিন্ন মাদক সামগ্রী ।

এমনি এক ঘটনায় সোমবার রাতে বগুড়া শহরের প্রানকেন্দ্রে প্রাইভেট কারযোগে ফেন্সিডিল পাচার কালে ২শত বোতল ফেন্সিডিলের চালান সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় ফাঁড়ী পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল, দিনাজপুর হাকিমপুর হিলি এলাকার রজব আলীর ছেলে হুমায়ুন কবির (২৮)একই এলাকার সামছুল আলম গোলাপের ছেলে মাহফুজুল আলম(২৮)এবং অপরজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আজাদুল ইসলাম(২৯)।

জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে বগুড়া সদর ফাঁড়ী পুলিশের এসআই জিলালুর রহমানের নের্তৃতে এএসআই আতাউর রহমান এএসআই আরিফুল সঙ্গীয় ফোর্স সহ বগুড়া শহরের প্রানকেন্দ্রে ওৎ পেতে থাকে । এসময় হিলি থেকে ঢাকাগামী একটি সবুজ প্রাইভেট কার (যার নং-ঢাকা মেট্রো-গ-১১-১৯১১)এলাকা অতিক্রমকালে সেটিকে চ্যালেঞ্চ করে পুলিশের দলটি।

এসময় প্রাইভেট কারে অভিযান কালে সেখানে বিশেষ ভাবে রাখা বস্তার মধ্য ২শত বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল আটক করা হয় । একই সাথে ফেন্সিডিল ও প্রাইবেট কারটি জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে এসআই জিলালুর বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়