শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার প্রানকেন্দ্রে ২’শ বোতল ফেন্সিডিল সহ গাড়ি আটক, গ্রেপ্তার-৩

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : রংপুর বগুড়া ও হিলি বগুড়া ঢাকা রুটে ব্যপকহারে মাদক পাচারের অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে যানবাহনে তল্লাশী অভিযানে আইন শৃংখলা বাহিনীর শিথিলতার কারনে বগুড়া জেলার বাই পাস মহাসড়কের উপর দিয়ে নিরাপদে পেরিয়ে যাচ্ছে বিভিন্ন মাদক সামগ্রী ।

এমনি এক ঘটনায় সোমবার রাতে বগুড়া শহরের প্রানকেন্দ্রে প্রাইভেট কারযোগে ফেন্সিডিল পাচার কালে ২শত বোতল ফেন্সিডিলের চালান সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় ফাঁড়ী পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল, দিনাজপুর হাকিমপুর হিলি এলাকার রজব আলীর ছেলে হুমায়ুন কবির (২৮)একই এলাকার সামছুল আলম গোলাপের ছেলে মাহফুজুল আলম(২৮)এবং অপরজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আজাদুল ইসলাম(২৯)।

জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে বগুড়া সদর ফাঁড়ী পুলিশের এসআই জিলালুর রহমানের নের্তৃতে এএসআই আতাউর রহমান এএসআই আরিফুল সঙ্গীয় ফোর্স সহ বগুড়া শহরের প্রানকেন্দ্রে ওৎ পেতে থাকে । এসময় হিলি থেকে ঢাকাগামী একটি সবুজ প্রাইভেট কার (যার নং-ঢাকা মেট্রো-গ-১১-১৯১১)এলাকা অতিক্রমকালে সেটিকে চ্যালেঞ্চ করে পুলিশের দলটি।

এসময় প্রাইভেট কারে অভিযান কালে সেখানে বিশেষ ভাবে রাখা বস্তার মধ্য ২শত বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল আটক করা হয় । একই সাথে ফেন্সিডিল ও প্রাইবেট কারটি জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে এসআই জিলালুর বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়