শিরোনাম
◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ দিকে জমে উঠেছে বাণিজ্যমেলা, নিউমার্কেটের পণ্য বিক্রি হচ্ছে অভিযোগ ক্রেতাদের

লাইজুল ইসলাম: মঙ্গলবার বাণিজ্যমেলায় গিয়ে দেখা গেছে ক্রেতা ও দর্শনার্থীদের ভীড়। পরিবার পরিজন নিয়ে বাণিজ্যমেলা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা-কাটা করছেন ক্রেতারা।বেশি ভীড় লক্ষ করা গেছে ক্রোকারিজ, ইলেকট্রনিক্স ও প্লাস্টিক জাত পণ্যের স্টলে।

ব্যবসায়ী নিজাম ভূঁইয়া কেনাকাটা শেষে বলেন, অনেক বিদেশী ও ভালো ব্র্যান্ডের স্টল এসেছে। তবে এর মধ্যে সস্তা ও নিম্ন মানের পন্য এসেছে অনেক ব্যবসায়ী। এসময় অভিযোগ করে সাবিনা ইয়াসমিন বলেন, বিদেশী স্টলের নামে দেশি নিম্ন মানের পণ্য বিক্রি হচ্ছে। নিম্ন মানের কসমেটিকসও বিক্রি হচ্ছে কয়েকটি স্টলে।
নামি ও দামি কয়েকটি ব্র্যান্ডের কর্মকর্তারা বলেন, কিছু সংখ্যক স্টলের জন্য আমাদের ব্যবসায় সমস্যা হবে না। এই মেলায় প্রচুর আন্তর্জাতিক মানের পন্য নিয়ে বিভিন্ন ব্রান্ডশপ হাজির হয়েছে। নাম না জানা দোকানে না গেলেই হয়।

বাণিজ্যমেলায় বিভিন্ন স্টলে খুবই কম দামে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। এগুলোর দাম খুবই কম। কিছু স্টলে মাত্র ১৫০, ১২০ ও ২০০ টাকায় পণ্য বিক্রি করতে দেখা গেছে। বিক্রয় প্রতিনিধি বাবুল জানান, এত কমে কি আর ভালো পন্য বিক্রি হয়। তারপরও তো কেনে লোকজন। আমরা কর্মচারী বিক্রি করছি। এত কমে কিভাবে পন্য বিক্রি হয় তা মালিকই বলতে পারবে।

এসব অভিযোগের বিষয়ে মেলার দ্বায়িত্বে থাকা কর্মকর্তা আবদুর রউফ বলেন, মেলায় তো অনেক স্টলই উঠে। এটি দেশেরও মেলা। দেশি পন্য তো উঠবেই। সব পন্যতো আন্তর্জাতিক মানের হবে না। ভালো স্টলও আছে। যাদের পন্য আন্তর্জাতিক মানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়