শিরোনাম
◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না? 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ দিকে জমে উঠেছে বাণিজ্যমেলা, নিউমার্কেটের পণ্য বিক্রি হচ্ছে অভিযোগ ক্রেতাদের

লাইজুল ইসলাম: মঙ্গলবার বাণিজ্যমেলায় গিয়ে দেখা গেছে ক্রেতা ও দর্শনার্থীদের ভীড়। পরিবার পরিজন নিয়ে বাণিজ্যমেলা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা-কাটা করছেন ক্রেতারা।বেশি ভীড় লক্ষ করা গেছে ক্রোকারিজ, ইলেকট্রনিক্স ও প্লাস্টিক জাত পণ্যের স্টলে।

ব্যবসায়ী নিজাম ভূঁইয়া কেনাকাটা শেষে বলেন, অনেক বিদেশী ও ভালো ব্র্যান্ডের স্টল এসেছে। তবে এর মধ্যে সস্তা ও নিম্ন মানের পন্য এসেছে অনেক ব্যবসায়ী। এসময় অভিযোগ করে সাবিনা ইয়াসমিন বলেন, বিদেশী স্টলের নামে দেশি নিম্ন মানের পণ্য বিক্রি হচ্ছে। নিম্ন মানের কসমেটিকসও বিক্রি হচ্ছে কয়েকটি স্টলে।
নামি ও দামি কয়েকটি ব্র্যান্ডের কর্মকর্তারা বলেন, কিছু সংখ্যক স্টলের জন্য আমাদের ব্যবসায় সমস্যা হবে না। এই মেলায় প্রচুর আন্তর্জাতিক মানের পন্য নিয়ে বিভিন্ন ব্রান্ডশপ হাজির হয়েছে। নাম না জানা দোকানে না গেলেই হয়।

বাণিজ্যমেলায় বিভিন্ন স্টলে খুবই কম দামে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। এগুলোর দাম খুবই কম। কিছু স্টলে মাত্র ১৫০, ১২০ ও ২০০ টাকায় পণ্য বিক্রি করতে দেখা গেছে। বিক্রয় প্রতিনিধি বাবুল জানান, এত কমে কি আর ভালো পন্য বিক্রি হয়। তারপরও তো কেনে লোকজন। আমরা কর্মচারী বিক্রি করছি। এত কমে কিভাবে পন্য বিক্রি হয় তা মালিকই বলতে পারবে।

এসব অভিযোগের বিষয়ে মেলার দ্বায়িত্বে থাকা কর্মকর্তা আবদুর রউফ বলেন, মেলায় তো অনেক স্টলই উঠে। এটি দেশেরও মেলা। দেশি পন্য তো উঠবেই। সব পন্যতো আন্তর্জাতিক মানের হবে না। ভালো স্টলও আছে। যাদের পন্য আন্তর্জাতিক মানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়