কামাল হোসেন, গোয়ালন্দ প্রতিনিধি : দৌলতদিয়া ফেরি ঘাটের পল্টুনে ফেরি’র রশি ছিড়ে মাল ভর্তি ট্রাক নদীতে পরে যায়। মঙ্গলবার সকাল ৬ টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটের পন্টুন ইউটিলিটি ফেরি মাধবীলতা থেকে আনলোড হওয়ার সময় এ দুঘর্টনা ঘটে।
জানা যায়, দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটের পল্টুনে ইউটিলিটি ফেরি মাধবীলতা আনলোড করার জন্যে বেঁধে রাখে। ফেরি থেকে কয়েকটি গাড়ি আনলোড হয়। এসময় একটি মিনি ট্রাক পল্টুনে বেঁধে রাখা ফেরির রশি ছিঁড়ে নদীতে পরে যায়।
ট্রাকটি ঢাকা থেকে বোয়ালমারী যাওয়ার উদ্দ্যেশে ফেরিতে উঠে। নদীতে পরে যাওয়া ট্রাকটি উদ্ধারের জন্য গোয়ালন্দ ও আরিচা ফায়ার সার্ভিসের দুইটি দল কাজ করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো: আবু আব্দুল্লাহ রনি ট্রাক নদীতে পরে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, রশি ছিঁড়ে গিয়ে ট্রাকটি নদীতে পরে যায়। তবে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। সম্পাদনা : রাকিবুল