শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধুনিক যন্ত্রপাতি চালানোর জন্য দক্ষ লোক তৈরি করতে হবে, বললেন প্রধানমন্ত্রী

সাইদ রিপন : আধুনিক যন্ত্রপাতি কেনার পর সেগুলো চালাবার জন্য যেন দক্ষ লোক থাকে সে দিকে লক্ষ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। তিনি বলেন, যন্ত্রপাতি কেনা হয়ে গেল কিন্তু চালাবার লোক নেই সেটা যেন না হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা এ নির্দেশনা দেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা হয়।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ বিষয়ে বিস্তারিত জানান। একনেক সভায় ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ২৪৯ কোটি ৯ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫ কোটি ৬৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৬৯ কোটি ৮৪ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্প পাস হয়েছে। এ প্রকল্প আলোচনার সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ‘যন্ত্রপাতি কিনছেনতো ভালো এটা ব্যবহারের লোক আছে তো। দক্ষ চালাবার লোক আছেতো। যন্ত্র আমদানির পর যেন পরে না থাকে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সংসয় ছিলো। আমরা আধুনিক যন্ত্র কিনি তার পর ব্যবহারের লোক পাওয়া যায় না। আমি তার সঙ্গে এক মত।

পরিকল্পনামন্ত্রী বলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র ছিলেন, সচিব ছিলেন তারা বললেন দক্ষ কর্মী কিছু আছে আগে থেকেই । আর কিছু ট্রেনিং তারা দিবেন। তবে এটাকে আরবেশি নজর দিতে হবে। যন্ত্র আমদানির পর যেন পরে না থাকে।

‘পানি যেন আপচয় না করি সে ব্যপারে প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।’

অনুমোদিত প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে ‘রংপুর সিটি করপোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্প; ‘রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ‘ প্রকল্প এবং ‘ভাণ্ডাল জুড়ি পানি সরবরাহ (১ম সংশোধিত)‘ প্রকল্প; নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) (সাইনবোর্ড-চাষাড়া) ৬-লেনে উন্নীতকরণ’ প্রকল্প এবং ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক (চিটাগাং রোড মোড় এবং তারাবো লিংক মহাসড়কসহ) চার লেনে উন্নীতকরণের জন্য সহায়ক’ প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন’ প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার আওতাধীন সুরমা নদীর ডান তীরে অবস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স, রক্ষীবাউর ও বেতুরা এলাকায় নদী তীর সংরক্ষণ’ প্রকল্প এবং ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়