শিউলী আক্তার : পাকিস্তানের বিরুদ্ধে তিন দফা পূর্নাঙ্গ সিরিজের প্রথম দফার টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটের দিকে দেশে এসে পৌঁছেছে টাইগারবাহিনী।
সূচি অনুযায়ী প্রথম দফায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টির পরেই বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলো বাংলাদেশ। মূলত পাকিস্তানে কড়া নিরাপত্তার মধ্যে ছিলো মাহমুদউল্লাহরা। এই বন্দিজীবন থেকে মুক্তি পেতে একদিন আগেই দেশ ছেড়েছে বাংলাদেশ।
সেখানকার স্থানীয় সময় এগারোটার দিকে লাহোরের বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সে দেশের উদ্দেশে রওনা দেয়ার কথা বাংলাদেশ দলের। লাহোর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বাংলাদেশ সময় রাত তিনটায়।
পাকিস্তান সফরে যাওয়ার আগেই বিসিবিকে আশস্থ করা হয়েছিলো বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার। নিজেদের কথা রেখেছে পিসিবি। হোটেল থেকে স্টেডিয়ামে পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যেই রাখা হতো ক্রিকেটার এবং দলের বাকি সদস্যদের। যাতায়াতের জন্য দেয়া হয়েছিলো বুলেটপ্রুফ বাসও।
প্রথম দফা শেষে আবারো ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসবে বাংলাদেশ। মূলত দ্বিতীয় দফায় মাত্র একটি টেস্ট খেলে আবারো দেশে ফিরবে বাংলাদেশ। সিরিজের বাকি থাকা এক টেস্টের আগে একটি ওয়ানডে খেলবে পাকিস্তান সুপার লিগ শেষে, এপ্রিলে। এই তিন দফার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের পাকিস্তান সফর।
অবশ্য প্রথম দফায় পাকিস্তান সফর মোটেও ভালো কাটেনি বাংলাদেশ দলের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে।