শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্তিক আরিয়ানকে আমার বিছানায় দেখলে অবাক হবো না’

তন্নীমা আক্তার : বলিউডে পা রেখেছেন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলাইয়া ফার্নিচারওয়ালা। হিন্দি ছবির রঙিন পর্দায় উপস্থিত হওয়ার আগেই ‘সাহসী’ মন্তব্য করে আলোচনায় এলেন তিনি। সময়ের আলো

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জানায়, ‘জওয়ানি জানেমান’ নামের সিনেমায় অভিনয় করেছেন আলাইয়া ফার্নিচারওয়ালা। মুক্তি প্রতিক্ষীত এ ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান ও টাব্বু। সম্প্রতি একটি টকশো’তে হাজির হন আলাইয়া, সেখানেই ‘সাহসী’ সব কথাবার্তা বলেন তিনি।

শোতে বলিউডের হালের অন্যতম ক্রেজ কার্তিক আরিয়ান সম্পর্কে বলতে গিয়ে আলাইয়া বলেন, ‘লাভ আজ কাল সিনেমার ট্রেলারে কার্তিক ও সারার মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য দেখার পরে কার্তিক আরিয়ানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার আপত্তি নেই।’

যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখেন আপনার বিছানায় কার্তিক শুয়ে রয়েছেন, তবে কেমন হবে জানতে চাইলে আলাইয়া বলেন, ‘আমি ঘুম থেকে উঠে কার্তিক আরিয়ানকে আমার বিছানায় পেলে অবাক হব না।’ এই অভিনেত্রী বলেন, ‘আমার সমসাময়িকদের সবার ক্যারিয়ার গ্রাফ খুব ভালো করে দেখি।’

শো’টির ‘কিল, ম্যারি, হুক-আপ' বিভাগে আলাইয়া বলেন, ‘আমি বরুণ ধাওয়ানকে বিয়ে করতাম, কার্তিকের সঙ্গে প্রেম করতাম আর ঈশান খট্টরকে মেরে ফেলতাম।’

সমলিঙ্গের বিষয়ে এই বিভাগে অভিনেত্রী বলেন, ‘আমি সারা আলি খানকে বিয়ে করতাম, জাহ্নবী কাপুরের সঙ্গে প্রেম করতাম আর অনন্যা পান্ডেকে মেরে ফেলতাম।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়