শিরোনাম
◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার ◈ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩, বহু হতাহত (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া একটি এলাকার উন্নয়ন হতে পারে না

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা-রাজবাড়ী রুটের সকল শ্রেণীর পেশার মানুষের সেবার জন্য রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন ।

তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে রেল যোগাযোগ উন্নয়নে পদক্ষেপ নিয়েছিলেন। ৭৫ এর পরবর্তী সরকার রেল বন্ধ করার পরিকল্পনা নিয়েছিল।

রবিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে ভাঙ্গা-রাজবাড়ী রুটের এই রেল যাত্রার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাঙ্গা রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়। কৃষক, ছাত্র, যুবক, নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ সকাল থেকেই স্টেশনে জড় হয়। এসময় রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আসলাম মোল্যা, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, ফরিদপুর রেলষ্টেশন ম্যানেজার তম্ময় কুমার দত্তসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বেলা সোয়া ১১টায় ভাঙ্গা থেকে প্রথম রেল রাজবাড়ীর উদ্দেশ্যে আনুষ্ঠানিক ভাবে ছেড়ে যায়। বিপুল সংখ্যক লোক দিনটি স্মরণীয় করে রাখার জন্য রেল ভ্রমন করেন। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের কাজ ২০১০ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে শেষ হয়। উল্লেখ্য, দিনে ৪ বার রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করবে। তবে এ অঞ্চলের মানুষের প্রানের দাবি ভাঙ্গা টু রাজশাহী একটি আন্তঃনগর ট্রেনের। যা শুরু হলে এ এলাকার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন বয়ে আসবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়