মেহেরুবা শহীদ: পদ্মশ্রীর তালিকায় আদনান সামির নাম ওঠায় টুইটারে একজন মন্তব্য করে লিখেন, কিসের জন্য পদ্মশ্রীর পাবেন ইনি ? মন্তব্যটির উত্তরে মজাকরে ‘বিরিয়ানি রান্না’ কথাটি উল্লেখ করেন এ সংগীতশিল্পী। যা দেখে আরেকজন টুইটার ব্যবহারকারী ব্যঙ্গকরে লিখেন, আদনান বিরিয়ানির পাশাপাশি মজাদার ‘রোস্ট’ও রান্না করতে পারেন।” রিপাবলিক ওর্য়াল্ড
শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে এমন ১১৮ জন ব্যক্তির নাম ঘোষণা করে। শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সে তালিকায় স্থান পায় এ সংগীতশিল্পীর নামও। এ উপলক্ষে টুঁইটারে তিনি লিখেন, ‘পদ্মশ্রীর তালিকায় নাম ওঠায় আমি কৃতজ্ঞ’। আদনান জন্ম সূত্রে পাকিস্তানী। পেশগত কারণে ভারতেই তার বসবাস। ২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পান তিনি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল