ইয়াসিন আরাফাত : রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ তার টুইটার পেইজে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, বাস্তবতার আলোকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ঠিক করুন, রিপাবলিকান দলের সমর্থক ফক্স নিউজ চ্যানেলের শিরোনামের উপর ভিত্তি করে নয়।
জারিফ বলেন, পররাষ্ট্র নীতির ভিত্তি হতে হবে প্রকৃত ঘটনা, ফক্স নিউজের অনুবাদকদের খবর নয়। তিনি আরো বলেন, এ বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইংরেজিতে দেয়া আমার সমস্ত সাক্ষাৎকার দেখে নিতে পারেন।