শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারনার সময় ওয়ারীতে শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ

সুজন কৈরী: ঢাকা সিটি নির্বাচনী প্রচারকালে পুরান ঢাকার ওয়ারী থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরজু (৪০) ও শেখ রবিন (৪৫) নামের বিএনপির আরও ২ কর্মী আহত হয়েছেন। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সমর্থকরা তাদের ওপর এ হামলা চালিয়েছেন।

রোববার দুপুরে ওয়ারী বনগ্রামের জুগিনগর লেন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতরা অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে তারা ঘটনাস্থল থেকে বের হয়ে সহকর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আহত তিনজনের মধ্যে শান্ত নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এক্সরে করার পর চিকিৎসকরা গুলির চিহ্ন পেয়েছেন। তার বাম উরুতে গুলি লেগেছে। তবে আরও দুই জন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

গুলিবিদ্ধ শান্তর অভিযোগ, ৩৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নেসার (রেডিও প্রতীক) নির্বাচনী প্রচারণার জন্য জুগিনগরের তিন নম্বর লেনে তারা অবস্থান করছিলেন। এ সময় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির (ঘুড়ি প্রতীক) লোকজন তাদের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনিসহ আরও কয়েকজন আহত হন।

ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেননি। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়