শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারনার সময় ওয়ারীতে শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ

সুজন কৈরী: ঢাকা সিটি নির্বাচনী প্রচারকালে পুরান ঢাকার ওয়ারী থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরজু (৪০) ও শেখ রবিন (৪৫) নামের বিএনপির আরও ২ কর্মী আহত হয়েছেন। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সমর্থকরা তাদের ওপর এ হামলা চালিয়েছেন।

রোববার দুপুরে ওয়ারী বনগ্রামের জুগিনগর লেন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতরা অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে তারা ঘটনাস্থল থেকে বের হয়ে সহকর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আহত তিনজনের মধ্যে শান্ত নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এক্সরে করার পর চিকিৎসকরা গুলির চিহ্ন পেয়েছেন। তার বাম উরুতে গুলি লেগেছে। তবে আরও দুই জন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

গুলিবিদ্ধ শান্তর অভিযোগ, ৩৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নেসার (রেডিও প্রতীক) নির্বাচনী প্রচারণার জন্য জুগিনগরের তিন নম্বর লেনে তারা অবস্থান করছিলেন। এ সময় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির (ঘুড়ি প্রতীক) লোকজন তাদের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনিসহ আরও কয়েকজন আহত হন।

ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেননি। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়