শিরোনাম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশরাকের প্রচারণায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ফাঁকা গুলি ও ইট পাটকেল নিক্ষেপ (ভিডিও)

শিমুল মাহমুদ : রোববার (২৬ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৭তম দিনে রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রচারণা শেষ করে টিকাটুলির মোড় হয়ে সেন্ট্রাল উইমেন্স কলেজের গলিতে প্রবেশের সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়। দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়া এই হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, প্রথমে আওয়ামী লীগ সমর্থিত ৩৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর প্রার্থী রোকনউদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে ইশরাকের কর্মী সমর্থকদের বাগ বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এরমধ্যে অন্তত ১০ রাউন্ড গুলির শব্দও শোনা গেছে। প্রায় আধা ঘন্টা চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষ শেষে মেয়রপ্রার্থী ইশরাক হোসেন নিজ বাসায় এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানান, গণসংযোগ থেকে বাসায় ফেরার পথে তার উপর হামলা হয়। তার একজন কর্মীকে প্রতিপক্ষ আটকে রাখার অভিযোগ পেলে তিনি এগিয়ে গেলে হামলার মুখে পড়েন। তিনি আরও অভিযোগ করেন, কেবল ইটপাটকেল না, তাদের দিকে গুলিও ছোড়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ইশরাক সহ অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন। প্রচারণায় থাকা ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানিয়েছেন।

হামলার ঘটনার সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সংঘর্ষে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয় বলেও জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়