শিরোনাম
◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-মুশফিকের পাশাপাশি সাইফউদ্দীনকেও মিস করছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : পিঠের চোট সেরে না ওঠায় পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। আর আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান।

দলের এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাকিস্তানে মিস করছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এমনই জানিয়েছেন তিনি। বিশেষ করে নতুন বলে সাইফউদ্দিনের বোলিং এবং ৮ নম্বরে তাঁর ব্যাটিংয়ের শূন্যতা অনুভব করছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গো বলেছেন, ‘আমরা সম্ভবত আমাদের সেরা তিনজন খেলোয়াড়ের শূন্যতা অনুভব করছি। সাইফউদ্দিনকে আমরা মিস করছি নতুন বল এবং ৮ নম্বরে ব্যাটিংয়ে। সাকিব নেই, আপনি মুশফিকুর রহিমের কথাও বলতে পারেন। কিন্তু এটা তরুণ খেলোয়াড়দের দারুণ একটি সুযোগ। আপনাকে পরীক্ষা করতে হবে এবং যাচাই করে দেখতে হবে তাদের সামর্থ্য।’

অভিজ্ঞ খেলোয়াড়দের অবর্তমানে পাকিস্তানে চলতি সফরটি তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ বলেও মনে করেন ডমিঙ্গো। এমন অবস্থায় ওপেনার নাঈম শেখ তাঁর জাত চিনিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গোর ভাষ্যমতে, ‘কাজে না লাগলেও প্রথম ম্যাচে নাঈম তার সামর্থ্য দেখিয়েছে। ভারতেও সে ভালো খেলেছে। সে দেখিয়েছে যে, সে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো একজন ব্যাটসম্যান হতে পারে। যদি তারা (সাকিব-মুশফিক-সাইফউদ্দিন) থাকতো তবে তরুণদের দরকার পড়তো না।’ সূত্র : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়