শিরোনাম
◈ রোনালদোর গো‌লেও জয় পে‌লো না, হে‌রেই গে‌লো আল নাসর ◈ বিএন‌পি ও জামায়া‌তের চা‌পে আ‌ছি, নির্বাচ‌নে আমরা কোন দল‌কে ভোট দি‌বো? ◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও)

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-মুশফিকের পাশাপাশি সাইফউদ্দীনকেও মিস করছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : পিঠের চোট সেরে না ওঠায় পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। আর আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান।

দলের এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাকিস্তানে মিস করছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এমনই জানিয়েছেন তিনি। বিশেষ করে নতুন বলে সাইফউদ্দিনের বোলিং এবং ৮ নম্বরে তাঁর ব্যাটিংয়ের শূন্যতা অনুভব করছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গো বলেছেন, ‘আমরা সম্ভবত আমাদের সেরা তিনজন খেলোয়াড়ের শূন্যতা অনুভব করছি। সাইফউদ্দিনকে আমরা মিস করছি নতুন বল এবং ৮ নম্বরে ব্যাটিংয়ে। সাকিব নেই, আপনি মুশফিকুর রহিমের কথাও বলতে পারেন। কিন্তু এটা তরুণ খেলোয়াড়দের দারুণ একটি সুযোগ। আপনাকে পরীক্ষা করতে হবে এবং যাচাই করে দেখতে হবে তাদের সামর্থ্য।’

অভিজ্ঞ খেলোয়াড়দের অবর্তমানে পাকিস্তানে চলতি সফরটি তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ বলেও মনে করেন ডমিঙ্গো। এমন অবস্থায় ওপেনার নাঈম শেখ তাঁর জাত চিনিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গোর ভাষ্যমতে, ‘কাজে না লাগলেও প্রথম ম্যাচে নাঈম তার সামর্থ্য দেখিয়েছে। ভারতেও সে ভালো খেলেছে। সে দেখিয়েছে যে, সে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো একজন ব্যাটসম্যান হতে পারে। যদি তারা (সাকিব-মুশফিক-সাইফউদ্দিন) থাকতো তবে তরুণদের দরকার পড়তো না।’ সূত্র : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়