শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-মুশফিকের পাশাপাশি সাইফউদ্দীনকেও মিস করছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : পিঠের চোট সেরে না ওঠায় পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। আর আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান।

দলের এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাকিস্তানে মিস করছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এমনই জানিয়েছেন তিনি। বিশেষ করে নতুন বলে সাইফউদ্দিনের বোলিং এবং ৮ নম্বরে তাঁর ব্যাটিংয়ের শূন্যতা অনুভব করছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গো বলেছেন, ‘আমরা সম্ভবত আমাদের সেরা তিনজন খেলোয়াড়ের শূন্যতা অনুভব করছি। সাইফউদ্দিনকে আমরা মিস করছি নতুন বল এবং ৮ নম্বরে ব্যাটিংয়ে। সাকিব নেই, আপনি মুশফিকুর রহিমের কথাও বলতে পারেন। কিন্তু এটা তরুণ খেলোয়াড়দের দারুণ একটি সুযোগ। আপনাকে পরীক্ষা করতে হবে এবং যাচাই করে দেখতে হবে তাদের সামর্থ্য।’

অভিজ্ঞ খেলোয়াড়দের অবর্তমানে পাকিস্তানে চলতি সফরটি তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ বলেও মনে করেন ডমিঙ্গো। এমন অবস্থায় ওপেনার নাঈম শেখ তাঁর জাত চিনিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গোর ভাষ্যমতে, ‘কাজে না লাগলেও প্রথম ম্যাচে নাঈম তার সামর্থ্য দেখিয়েছে। ভারতেও সে ভালো খেলেছে। সে দেখিয়েছে যে, সে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো একজন ব্যাটসম্যান হতে পারে। যদি তারা (সাকিব-মুশফিক-সাইফউদ্দিন) থাকতো তবে তরুণদের দরকার পড়তো না।’ সূত্র : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়