শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-মুশফিকের পাশাপাশি সাইফউদ্দীনকেও মিস করছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : পিঠের চোট সেরে না ওঠায় পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। আর আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান।

দলের এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাকিস্তানে মিস করছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এমনই জানিয়েছেন তিনি। বিশেষ করে নতুন বলে সাইফউদ্দিনের বোলিং এবং ৮ নম্বরে তাঁর ব্যাটিংয়ের শূন্যতা অনুভব করছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গো বলেছেন, ‘আমরা সম্ভবত আমাদের সেরা তিনজন খেলোয়াড়ের শূন্যতা অনুভব করছি। সাইফউদ্দিনকে আমরা মিস করছি নতুন বল এবং ৮ নম্বরে ব্যাটিংয়ে। সাকিব নেই, আপনি মুশফিকুর রহিমের কথাও বলতে পারেন। কিন্তু এটা তরুণ খেলোয়াড়দের দারুণ একটি সুযোগ। আপনাকে পরীক্ষা করতে হবে এবং যাচাই করে দেখতে হবে তাদের সামর্থ্য।’

অভিজ্ঞ খেলোয়াড়দের অবর্তমানে পাকিস্তানে চলতি সফরটি তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ বলেও মনে করেন ডমিঙ্গো। এমন অবস্থায় ওপেনার নাঈম শেখ তাঁর জাত চিনিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গোর ভাষ্যমতে, ‘কাজে না লাগলেও প্রথম ম্যাচে নাঈম তার সামর্থ্য দেখিয়েছে। ভারতেও সে ভালো খেলেছে। সে দেখিয়েছে যে, সে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো একজন ব্যাটসম্যান হতে পারে। যদি তারা (সাকিব-মুশফিক-সাইফউদ্দিন) থাকতো তবে তরুণদের দরকার পড়তো না।’ সূত্র : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়