শিরোনাম
◈ ‌বিশ্বকা‌পে আজ অস্ট্রেলিয়াকে হারা‌তে চায় বাংলাদেশ নারী দল ◈ এইচএসসিতে কোন বোর্ডে পাসের হার কত, যা যানাগেল ◈ ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া ◈ সা‌কিব আল হাসান একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন  ◈ বাছাই প‌র্বে সব ম্যাচ হেরেও  বিশ্বকাপের দ্বারপ্রান্তে সান মারিনো? ◈ এইচএসসিতে ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে ◈ স্বর্ণের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কেন শীর্ষে ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপি প্রস্তুত, জামায়াত স্পষ্ট নয়, এনসিপি শর্ত দিয়েছে, ৫ দল সই করবে না ◈ শেখ হাসিনার ফোনালাপও গোপনে রেকর্ড করেছিল এনটিএমসি ◈ চাকসু নির্বাচন: ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবিরের হট্টগোল, প্রো-ভিসি অবরুদ্ধ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-মুশফিকের পাশাপাশি সাইফউদ্দীনকেও মিস করছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : পিঠের চোট সেরে না ওঠায় পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। আর আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান।

দলের এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাকিস্তানে মিস করছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এমনই জানিয়েছেন তিনি। বিশেষ করে নতুন বলে সাইফউদ্দিনের বোলিং এবং ৮ নম্বরে তাঁর ব্যাটিংয়ের শূন্যতা অনুভব করছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গো বলেছেন, ‘আমরা সম্ভবত আমাদের সেরা তিনজন খেলোয়াড়ের শূন্যতা অনুভব করছি। সাইফউদ্দিনকে আমরা মিস করছি নতুন বল এবং ৮ নম্বরে ব্যাটিংয়ে। সাকিব নেই, আপনি মুশফিকুর রহিমের কথাও বলতে পারেন। কিন্তু এটা তরুণ খেলোয়াড়দের দারুণ একটি সুযোগ। আপনাকে পরীক্ষা করতে হবে এবং যাচাই করে দেখতে হবে তাদের সামর্থ্য।’

অভিজ্ঞ খেলোয়াড়দের অবর্তমানে পাকিস্তানে চলতি সফরটি তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ বলেও মনে করেন ডমিঙ্গো। এমন অবস্থায় ওপেনার নাঈম শেখ তাঁর জাত চিনিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গোর ভাষ্যমতে, ‘কাজে না লাগলেও প্রথম ম্যাচে নাঈম তার সামর্থ্য দেখিয়েছে। ভারতেও সে ভালো খেলেছে। সে দেখিয়েছে যে, সে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো একজন ব্যাটসম্যান হতে পারে। যদি তারা (সাকিব-মুশফিক-সাইফউদ্দিন) থাকতো তবে তরুণদের দরকার পড়তো না।’ সূত্র : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়